October 7, 2024

অলিম্পিক্স হকিতে ফাইনালে ভারত?‌ সোনা জয়ের লক্ষ্যে অভিযান শুরু নীরজের

0

অলিম্পিক্সে হকির ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে ভারত। অলিম্পিক্স অভিযান শুরু করছেন নীরজ চোপড়ার। টেবিল টেনিসে পুরুষদের দলগত প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ভারত। কুস্তিতে অভিযান শুরু বিনেশ ফোগটের। হরমনপ্রীত সিংহের দলের সামনে জার্মানি। হারাতে পারলে ৪৪ বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে উঠবে ভারত। জ্যাভলিনে গত অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের আজ ফাইনালের যোগ্যতা অর্জন পর্ব। সঙ্গে রয়েছেন আর এক ভারতীয় কিশোর জেনা। টেবিল টেনিসে পুরুষদের দলগত প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ভারত। কুস্তিতে অভিযান শুরু বিনেশ ফোগটের।

https://www.instagram.com/p/C-R8nYqgW0b/?utm_source=ig_embed&ig_rid=5e343d39-c6c1-44b2-81cd-935b1433e5c2

অলিম্পিক্সে হকির সেমিফাইনালে ভারত। বিপক্ষে জার্মানি। জিতলেই ৪৪ বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে উঠবে ভারত। জিতলেই পদক নিশ্চিত। সোনার লড়াইয়ে হরমনপ্রীত সিংহরা। ভারতের সেমিফাইনাল ম্যাচ রাত ১০:৩০ থেকে। তার আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস-স্পেন। ম্যাচ বিকেল ৫:৩০ থেকে।

অলিম্পিক্সে নামছেন নীরজ চোপড়া। জ্যাভলিনে গত অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের ফাইনালের যোগ্যতা অর্জন পর্ব। সঙ্গে রয়েছেন আর এক ভারতীয় কিশোর জেনা। জ্যাভলিন যোগ্যতা অর্জন পর্ব হবে দু’টি গ্রুপে। ‘এ’ গ্রুপে জেনার ইভেন্ট শুরু দুপুর ১:৫০ থেকে, ‘বি’ গ্রুপে নীরজের বিকেল ৩:২০ থেকে।

টেবিল টেনিসে ব্যক্তিগত বিভাগে ভারতীয় খেলোয়াড়েরা সবাই বিদায় নিলেও দলগত বিভাগে সুযোগ রয়েছে পদক জেতার। পুরুষদের দলগত প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ভারত। শরথ কমল, হরমীত দেশাই, মানব ঠক্করদের প্রথম ম্যাচে খেলতে হবে চিনের বিরুদ্ধে। এই ম্যাচ দুপুর ১:৩০ থেকে।

মহিলাদের কুস্তিতে পদকের অন্যতম দাবিদার বিনেশ ফোগটের ৫০ কেজি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুপুর ২:৩০ থেকে। জিতলে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিকেল ৪:২০ থেকে। জিতলে বিনেশের শেষ চারের লড়াই রাত ১০:২৫ থেকে।

ডুরান্ড কাপে ন’দিন পর আবার নামছে মহমেডান। যুবভারতীতে মহমেডানের বিপক্ষে বেঙ্গালুরু। কলকাতার যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। প্রথম ম্যাচে ইন্টার কাশীর সঙ্গে ড্র করেছিল মহমেডান। ম্যাচ সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed