বিরাট থ্রোয় ৯০ মিটার ছোঁয়ার সোনালি স্বপ্ন! জ্যাভলিনের ফাইনাল রাউন্ডে টোকিও সোনাজয়ী নীরজ চোপড়া
৮৯.৩৪ মিটার জ্যাভলিন থ্রো। দুর্ধর্ষ নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকের মঞ্চে শুরুতেই বিশাল থ্রো। প্রথমবারই ৮৯.৩৪ মিটার বর্ষা ছোড়েন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। যেকোনও আন্তর্জাতিক মঞ্চে নীরজের সবচেয়ে ভাল শুরু। যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডে দীর্ঘ থ্রোয়ে ফাইনালে চলে গেলেন নীরজ। আরও একটি সোনার স্বপ্ন বোনা শুরু ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের। জ্যাভলিনের ফাইনাল রাউন্ড পাকিস্তানের আর্শাদ নাদিমও। অলিম্পিক শুরু হওয়ার দশদিন পর নামলেন নীরজ চোপড়া। এলেন, দেখলেন জয় করলেন। মরশুমের সেরা থ্রো ভারতীয় তারকার। যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৮৪ মিটার। বেশি ছুড়তে পারলে সরাসরি ফাইনালের ছাড়পত্র। সেখানে ৮৯.৩৪ মিটার ছোড়েন নীরজ।
প্রথম গ্রুপে ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারেননি কিশোর জেনা। ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। অলিম্পিকে যাত্রা শেষ ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়িরের। দুই গ্রুপ মিলিয়ে মোট ১২ জন ফাইনালে অংশ নেবেন। সেই তালিকায় থাকতে ব্যর্থ কিশোর। ২০২১ টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। ৭ আগস্ট এসেছিল সেই মহেন্দ্রক্ষণ। তিন বছর পর ৮ আগস্ট আবার সোনার লক্ষ্যে নামবে ভারতের সোনার ছেলে। ফের সোনার স্বপ্ন দেখাচ্ছেন নীরজ। গ্রুপ এ থেকে ফাইনালে উঠেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৭৬), কেনিয়ার জুলিয়াস ইয়েগো (৮৫.৯৭), চেকিয়ার ইয়াকুব ভাদলেচ (৮৫.৬৩) এবং ফিনল্যান্ডের টনি কেরানেন (৮৫.২৭)।