October 5, 2024

অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহক মনু ভাকের! ‘‌‘‌ওহ মাই গড। আমি ভারতের পতাকাবাহক হতে চাই, তবে দেখা যাক।”

0

‘‌‘‌ওহ মাই গড। আমি পতাকাবাহক হতে চাই, তবে দেখা যাক।” জোড়া পদকজয়ের পুরস্কার, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহকমনু ভাকেরের কন্ঠে জোড়া পদক! আনন্দের সুর। মনুর পিস্তলে চূর্ণ বিচূর্ণ ১২৪ বছরের পুরনো ইতিহাস। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির। অল্পের জন্য পদক জয়ের হ্যাটট্রিক না হলেও ভারতের অ্যাথলিটদের মধ্যে মনু ভাকেরই উজ্জ্বল। মেয়ের দুরন্ত এই সাফল্যের পরে তাঁর মা সুমেধা বলেছেন, ”জন্মানোর পর থেকেই মনু আমাকে গর্বিত করেছে। মেয়ের জন্য আমি গর্বিত। অলিম্পিকে ও দেশকে গর্বিত করেছে। গর্বিত করেছে আমাদের সবাইকে। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। একজন মা-ই কেবল তা বুঝতে পারে। আই অ্যাম ভেরি হ্যাপি বেটা। এগিয়ে চলো।” ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জয়ী হরিয়ানার মেয়ে। টোকিওয় প্রথম পদক জিতেছিলেন মীরাবাই চানু। প্যারিসেও দেশের প্রথম পদক জেতেন আরেক মহিলা মনু ভাকের। অলিম্পিকেই নারীশক্তির জয়।

টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। প‌্যারিস অলিম্পিকেও ফের ইতিহাস সৃষ্টির সামনে ভারতের হয়ে অ‌্যাথলেটিক্সে প্রথম সোনাজয়ী অ‌্যাথলিট নীরজ চোপড়া। এর আগে এরিক লেমিং (সুইডেন, ১৯০৮ ও ১৯১২), জনি মায়রা (ফিনল‌্যান্ড, ১৯২০ ও ১৯২৪), নীরজের আদর্শ জ‌্যান জেলিনি (চেক প্রজাতন্ত্র, ১৯৯২, ১৯৯৬ ও ২০০০) এবং আন্দ্রেয়াস থরকিল্ডসেন (নরওয়ে, ২০০৪ ও ২০০৮) অলিম্পিকের জ‌্যাভলিনে পরপর সোনা জিতেছিলেন। প‌্যারিস অলিম্পিকে ভারতীয় অ‌্যাথলিটকে চ‌্যালেঞ্জ ছুড়তে চলেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার, চেক প্রজাতন্ত্রের জ‌্যাকুব ভ‌াদলেচ এবং প্রাক্তন বিশ্বচ‌্যাম্পিয়ন অ‌্যান্ডারসন পিটার্স।প্রত‌্যাশার পারদ আকাশ ছোঁয়া। গোটা দেশ স্বপ্ন দেখছে, আরও একবার অলিম্পিকের জ‌্যাভলিন ইভেন্টে সোনা জিতবেন নীরজ। ভারতের অপর জ‌্যাভলিন থ্রোয়ার কিশোর জেনাও রয়েছেন। ৯০ মিটার অতিক্রম করার স্বপ্নে বিভোর নীরজ। অলিম্পিকে চ‌্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তিনিই ফেভারিট। নীরজ জ‌্যাভলিনে ফের চ‌্যাম্পিয়ন হলে প্রথম ভারতীয় অ‌্যাথলিট হিসাবে পরপর দু’টি অলিম্পিকে সোনা জেতার অনন‌্য নজির গড়ার পাশাপাশি বিশ্বের পঞ্চম ক্রীড়াবিদ হিসাবে পরপর দু’টি অলিম্পিকে জ্যাভলিনে সোনা জেতার বিরল নজির স্পর্শ করবেন। ছেলেদের পতাকাবাহক নীরজই?‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed