৪৪ বছরের খরা কাটল না, সেমিফাইনালে জার্মানির কাছে হার হরমনপ্রীতদের
এবারও হল না। কাটল না ৪৪ বছরের খরা। এক গোলে এগিয়ে থেকেও হার। মঙ্গলবার সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন হরমনপ্রীতরা। জার্মানির কাছে ২-৩ গোলে হারল ভারতের হকি দল। ব্যাকফুটে থেকে শুরু করেও দারুণ প্রত্যাবর্তন জার্মানির। প্যারিসেও হাতছাড়া হল সোনা বা রুপো। ব্রোঞ্জের জন্য স্পেনের বিরুদ্ধে নামবে ভারত। ম্যাচ শেষে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন হরমনপ্রীত, হার্দিকরা। হতবাক শ্রীজেশ। ৪৪ বছরের খরা কাটানোর লক্ষ্যে নেমেছিল ভারতীয় হকি দল। ১৯৮০ সালের পর থেকে অলিম্পিকে সোনা জিততে পারেনি ভারত। এবার সেই সুযোগ ছিল। তিন বছর আগে টোকিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারত। দুই দলের সাক্ষাতেও এগিয়ে ছিল ভারতই। এর আগে মোট ১৮ বার মুখোমুখি হয় দুই দল। আটবার জিতেছিল ভারত, ছ’বার জার্মানি। চারবার ড্র হয়েছিল। সেমিফাইনালে কিছুটা এগিয়ে থেকেও হরমনপ্রীতরা শেষ চারের গেরো টপকাতে পারল না। একাধিক পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারতীয় দল। ম্যাচের শেষ মিনিটে সুযোগ এসেছিল হার্দিকদের সামনে। সমতা ফেরাতে পারেনি।
শুরুতেই তিনটে পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেননি হরমনপ্রীত। যদিও চতুর্থ পেনাল্টি কর্নার মিস করেননি। প্রথম কোয়ার্টারে হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ৭ মিনিটে দেশকে এগিয়ে দেন অধিনায়ক। প্রথম কোয়ার্টারে আগাগোড়াই দাপট ছিল ভারতের। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে জার্মানি। সমতা ফেরানোর পাশাপাশি এগিয়েও যায়। গঞ্জালো পেইলাটের পেনাল্টি কর্নার থেকে ১-১ করে জার্মানি। হাফ টাইমে ১-২ গোলে পিছিয়ে ছিল ভারত। বিরতির ঠিক আগে ক্রিস্টোহার রুহরের স্ট্রোক থেকে এগিয়ে যায় জার্মানরা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরায় ভারত। হরমনপ্রীতের পেনাল্টি কর্নার থেকে গোল করেন সুখজিৎ সিং। মোট ১৭টি পেনাল্টি কর্নারে ভারত দুটো কাজে লাগাতে পেরেছে। তৃতীয় কোয়ার্টারের শেষে স্কোর ছিল ২-২। চতুর্থ কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল জার্মানি। দুরন্ত সেভ সঞ্জয়ের। চতুর্থ কোয়ার্টার শেষ হওয়ার ছয় মিনিট আগে গোল জার্মানির। ৫৪ মিনিটে জয়সূচক গোল জার্মানদের।