সাকিব-মাশরাফির বাড়িতে আগুন, বাংলাদেশের মহানায়ক থেকে রাতারাতি ‘খলনায়ক’ দুই তারকা ক্রিকেটার!
মাশরাফি মোর্তাজা এবং শাকিব-আল-হাসান। পদ্মাপারের দুই তারকা ক্রিকেটার। রাজনৈতিক ‘ঘূর্ণাবর্তে’ বাংলাদেশের মহানায়ক থেকে রাতারাতি ‘খলনায়ক’ দুই তারকা ক্রিকেটার! মাশরাফি এবং শাকিব, দু’জনই হাসিনার দল আওয়ামি লিগের সাংসদ। আপাতত দু’জনের অবস্থাই বেশ সঙ্গীন। মাশরাফির বাড়ি নড়াইলে। মাশরাফির নড়াইলের বাড়ি জ্বালিয়ে দেওয়া হল! শাকিব-আল-হাসানের পার্টি অফিস পুড়ল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার ইচ্ছে আর আছে কিনা কে জানেন!
জনতার নয়নের মণি ‘ম্যাশ’, ঘটনার সময় ছিলেন ঢাকাতে। নড়াইলের বাড়িতে আক্রমণ। বাড়িতে থাকা মাশরাফির পরিবারেকে সরিয়ে নিয়ে যান পাড়া-প্রতিবেশীরা। মাশরাফি বারবার ‘ফায়ার ব্রিগেড’-এ ফোন করে গেলেও কোনও লাভ হয়নি। নড়াইলের বাড়ির অগ্নি নির্বাপণে দমকল আধিকারিকরা নাকি আগ্রহ দেখাননি! শাকিব–তিনি এ মুহূর্তে বাংলাদেশে নেই। স্ত্রী-সন্তানদের নিয়ে বাংলাদেশ অলরাউন্ডার মার্কিন প্রদেশে। কানাডা জি-টি-টোয়েন্টি খেলতে ব্যস্ত। শাকিবের ঘনিষ্ঠমহলের কথায় ভবিষ্যতে দেশে ফেরার কোনও সম্ভাবনাই নেই শাকিবের। কারণ, বর্তমান অবস্থায় দেশে ফেরাটা বেশ চাপের। আপাতত শাকিব পাকিস্তান ও ভারত, দু’টো সিরিজ খেলবেন। খেলা যখন থাকবে না, তখন আমেরিকাতেই থাকবেন।