October 3, 2024

ডুরান্ডে বেঙ্গালুরুর সামনে সাদা কালো শিবির, সুনীলদের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে মহমেডান

0

যুবভারতীতে দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি মহমেডান স্পোর্টিং। কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ইন্টার কাশির সঙ্গে ১-১ গোলে ড্র করে সাদা কালো ব্রিগেড। পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরায়। চাপ থাকা সত্ত্বেও অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মহমেডানের তরুণরা। অন্যদিকে সুনীল ছেত্রীর শেষদিকের গোলে প্রথম ম্যাচ জেতে বেঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচটা কোনওভাবেই সহজ হবে না কলকাতার তৃতীয় প্রধানের জন্য।

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জিততে পারলেই গ্রুপ বি-তে নিজেদের অবস্থান আরও জোরাল করবে সাদা কালো ব্রিগেড। ইন্ডিয়ান নেভি এফসির সঙ্গে শেষ ম্যাচ বাকি থাকবে। তার আগেই কোয়ার্টার ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যাবে। তবে তার আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে মহমেডান।‌ কোচ হাকিম সেনগেন্ডোর তত্ত্বাবধানে শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে নিজেদের মেলে ধরতে তৈরি মহমেডান শিবির।

হাকিম বলেন, ‘প্লেয়ারদের মোটিভেশন ভাল জায়গায় আছে। দলের স্পিরিট ভাল। ওরা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। স্ট্র্যাটেজি বুঝতে পারছে। খেলা ধরতে পারছে। ক্রমশ আরও উন্নতি হবে। তবে আশা করছি আমরা বেঙ্গালুরুকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারব।’ ডুরান্ড নিয়ে শহরবাসীর আগ্রহ এখনও তেমন নেই। তাই সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেন মহমেডান কোচ। হাকিম বলেন, ‘আগের ম্যাচের মতো সাপোর্টাররা বড় ভূমিকা নেবে।

গত ম্যাচে এক গোলে পিছিয়ে থাকাকালীন সমর্থকরা মনোবল যোগায়। দল ম্যাচে ফিরে আসে। আশা‌ করব বেঙ্গালুরুর বিরুদ্ধেও ফ্যানরা মাঠে আসবে এবং আমাদের পাশে থাকবে।’ সোমবার বিকেলে নিজেদের মাঠে প্রাক ম্যাচ প্রস্তুতি সাড়ে মহমেডান দল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed