অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক জোড়া পদকজয়ী মানু! উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন পিভি সিন্ধু এবং শরদ কমল
জনপ্রিয়তার শীর্ষে থাকা মানুকে বিশেষ সম্মান ভারতের অলিম্পিক সংস্থার। ১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির গড়েছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন এক ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেই রেকর্ড ছুঁয়েছেন মানু।
প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মনু। অলিম্পিকে দুটি পদক নিয়ে অভিযান শেষ করেছেন। অল্পের জন্য হাতছাড়া তৃতীয় পদক। এখনও পর্যন্ত ভারতের তিনটি পদকই এসেছে শুটিং থেকে। তার মধ্যে দু’টি পদক জয়ের কৃতিত্ব মনুর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু। ইভেন্ট শেষ হয়ে গেলেও মনুকে প্যারিসে থাকতে হবে।
আইওসি-র সিদ্ধান্ত নিয়েছে মনুই সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী। তাঁর সঙ্গে পুরুষ অ্যাথলিট এখনও নিশ্চিত নয়। একাধিক পুরুষ অ্যাথলিটের ইভেন্ট এখনও বাকি। তাঁদের মধ্যে একাধিক অ্যাথলিটের পদক জয়ের ব্যাপারে আশাবাদী ইন্ডিয়া অলিম্পিক কমিটি। পুরুষ পতাকাবাহক হিসাবে কাকে বাছা হবে সেটা শেষ মুহূর্তে চূড়ান্ত হবে। মহিলা পতাকাবাহক হিসাবে মনুর নামই চূড়ান্ত বলে জানিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।