October 3, 2024

ভারতের নজর থাকবে লক্ষ্য সেনে, গেমসের দশম দিনে ব্রোঞ্জ মেডেল ম্যাচে জিতে ইতিহাসের লক্ষ্যে ব্যাডমিন্টন তারকা

0

অলিম্পিক্সে ব্রোঞ্জের লক্ষ্যে নামছেন লক্ষ্য সেন। পদক জিতে ইতিহাস তৈরি করার সামনে লক্ষ্য সেন। সেমিফাইনালে হারার পর তিনি নামবেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে। ব্রোঞ্জ পদকের ম্যাচে লক্ষ্যকে খেলতে হবে মালয়েশিয়ার জি জিয়া লির- সঙ্গে। ভারত সোমবার প্যারিসে কুস্তি অভিযান শুরু করছে। ফ্রি-স্টাইল কুস্তিতে ভারত বরাবর শক্ত। শুটিং, ব্যাডমিন্টন ও ফ্রি-স্টাইল কুস্তি ছাড়াও সোমবার প্যারিস অলিম্পিক গেমসের দশম দিনে ভারতীয় তারকারা লড়াই চালাবেন সেইলিং, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সে। অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সে শেষ বারের মতো নামছেন সিমোন বাইলস। আমেরিকার এই জিমন্যাস্টকে সর্বকালের সেরা বলছেন অনেকেই। মহিলাদের ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজের ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামবেন বাইলস। বিমের ফাইনাল বিকেল ৪:০৮ থেকে। ফ্লোরের ফাইনাল বিকেল ৫:৫৩ থেকে।

প্যারিস অলিম্পিক্সের দশম দিনে সোমবার ৫ আগস্টে ভারতের সূচি
বেলা ১২টা ৩০ মিনিট: শুটিংয়ে স্কিটের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামছেন অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বরী চৌহান।

দুপুর ১টা ৩০ মিনিট: টেবিল টেনিসে মেয়েদের দলগত বিভাদের কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার বিরুদ্ধে নামবে ভারত।

দুপুর ৩টা ২৫ মিনিট: অ্যাথলেটিক্সে মেয়েদের ৪০০ মিটারের প্রথম রাউন্ডে নামবেন কিরণ পাহাল।

দুপুর ৩টা ৪৫ মিনিট: সেইলিংয়ে মেয়েদের ডিঙ্গি রেস ৯ ও ১০-এ নামবেন নেত্র কুমানন।

সন্ধ্যা ৬টা: ব্যাডমিন্টনে মেনস সিঙ্গলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে নামবেন লক্ষ্য সেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিট: সেইলিংয়ে ছেলেদের ডিঙ্গি রেস ৯ ও ১০-এ নামবেন বিষ্ণু সর্বানন।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: শুটিংয়ে স্কিটের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ ও গোল্ড মেডেল ম্যাচ (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নামবেন নিশা দাহিয়া।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিট: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।

রাত ১০টা ৩৪ মিনিট: অ্যাথলেটিক্সে ছেলেদের ৩০০০ মিটার স্টিপলচেজের প্রথম রাউন্ডে নামবেন অবিনাশ সাবল।

রাত ১টা ১০ মিনিট থেকে শুরু: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৮ কেজি বিভাগের সেমি ফাইনাল (ভারতীয়রা যোগ্যতা অর্জন করলে)।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed