পদকজয়ে আম্মিরাতির বাধা পুরুষাঙ্গ! অলিম্পিকে পোল ভল্টে পদক হাতছাড়া ফ্রান্সের অ্যাথলিটের
প্যারিস অলিম্পিকে পদক জয়ে বাধা হয়ে দাঁড়াল পুরুষাঙ্গ। পোল ভল্টের ইভেন্টে অভিনব দৃশ্যের সাক্ষী দর্শকরা। ফ্রান্সেরই অ্যাথিলিট পদক জিততে পারেননি। সেখানে একমাত্র বাধা হয়ে তাঁর পুরুষাঙ্গ। প্যারিস অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পোল ভল্টের ইভেন্টে নেমেছিলেন ফ্রান্সের অ্যান্থনি আম্মিরাতি। ২১ বছর বয়সি অ্যাথলিট ফাইনালেই উঠতে পারলেন না। ভাইরাল তাঁর পোল ভল্টের ভিডিও। প্রথমে ৫.৪০ মিটার ও ৫.৬০ মিটার উচ্চতা প্রথম চেষ্টাতেই টপকানোর পর সমস্যা দেখা দেয় ৫.৭০ মিটার টপকানোর সময়।
প্রথম চেষ্টাতে ব্যর্থ হন। দ্বিতীয় চেষ্টায় ওই উচ্চতা প্রায় টপকে গিয়ে হাইট বারে তাঁর পা লাগলেও তা পড়ে যায়নি। নামার সময় আম্মিরাতির পুরুষাঙ্গের ধাক্কায় হাইট বার নিচে পড়ে যায়। স্বাভাবিকভাবেই তাঁর চেষ্টা বাতিল ঘোষণা করা হয়। ফরাসি অ্যাথলিটের সেই ভল্ট ভাইরাল সোশাল মিডিয়ায়। আম্মিরাতি ইভেন্টের পর বলেন, “আমি এটা ভেবেই খুশি যে লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি। কে বলতে পারে, এখান থেকেই আমার নতুন যাত্রা শুরু হবে।” পোল ভল্টে ১৫তম স্থানে শেষ করেন আম্মিরাতি।