October 12, 2024

‌‘অশান্ত বাংলাদেশে যাবেন না’ ভারতীয়দের কড়া নির্দেশ বিদেশমন্ত্রকের

0

ফের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। একদিনেই ৯৭ জনের মৃত্যু। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশমন্ত্রক। ভারতীয়রা যেন এই সময়ে বাংলাদেশে না যান। সেদেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকতেও নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা পোস্ট এক্স হ্যান্ডেলে লেখা, “বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে, ভারতীয়রা যেন কোনওভাবেই বাংলাদেশে না যান। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত রাখুন ভারতীয়রা। আপাতত যেসমস্ত ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন, তাঁদেরও নির্দেশ দেওয়া হচ্ছে যেন সতর্ক থাকেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যেন যোগাযোগ রাখেন।” বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের অবসান দাবি। কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকা অসহযোগ আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশে আন্দোলনকারী মঞ্চ ‘ঢাকা চলো’ (মার্চ টু ঢাকা) কমর্সূচির দিন এগিয়ে এনেছে। ৬ অগস্টের পরিবর্তে ৫ অগস্ট, অর্থাৎ আগামিকাল ওই কর্মসূচি পালন করা হবে, জানান আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। দেশবাসীকে কার্ফু মেনে চলতে অনুরোধ করেছে সেনা।

বাংলাদেশে ছাত্র আন্দোলন অব্যহত। কোটা সংস্কার আন্দোলনের পর এ বার এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৯৮ জনের মৃত্যু। দেশের একাধিক মন্ত্রী, শাসকদল আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলা। বিক্ষোভকারীদের সামাল দিতে হিমশিম পুলিশ। মন্ত্রীদের বাড়িতে ঢুকে ভাঙচুর। আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িতে। সঙ্গে থানা-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও হামলা চালানোর অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকে নতুন করে আন্দোলন শুরু বাংলাদেশে। দাবি একটাই, শেখ হাসিনার সরকারের পদত্যাগ। বাংলাদেশের সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনির বাড়িতে ভাঙচুর। চাঁদপুর পুরসভার কার্যালয়ে, কালীবাড়ি পুলিশ কার্যালয় এবং আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর। বরিশালের নবগ্রাম রোডে রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতেও ঢুকে আন্দোলনকারী ছাত্রেরা। বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর ও বাড়ির সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হামলাকারীদের থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। ময়মনসিংহে দেশের প্রাক্তন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাড়িতেও বাইরে থেকে ঢিল ছুড়েছেন বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের অন্তত ২০টি কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা চালানো হয়েছে। তাঁর বাড়ির এসি, জানলার কাচ, ফুলের টব রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের বাড়িতেও। এ ছাড়া, সারা দেশে অনেক থানা এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রবার বুলেট এবং ছররা গুলিও ব্যবহার করা হয়েছে। কার্ফু জারি বাংলাদেশে। বন্ধ ইন্টারনেট পরিষেবাও। সোমবার থেকে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed