ইস্টবেঙ্গলকে কদর্য আক্রমণ ইউটিউবারের, সমর্থকদের শান্ত থাকার আবেদন লাল-হলুদ কর্তাদের
ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ। তোলপাড় বাংলা জুড়ে। মানিকতলা, নরেন্দ্রপুর থানায় অভিযুক্ত ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পরিস্থিতির দিকে নজর লাল-হলুদ কর্তাদের। সাংবাদিক সম্মেলন করলেন দেবব্রত সরকাররা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভিডিওটি প্রকাশের পর থেকেই সারা বাংলা থেকে একাধিক ফোন পেয়েছেন তাঁরা। লাল-হলুদ সমর্থকরা ফোন শুধু নয়, ই-মেল করেও ক্লাবকে বিষয়টিতে নজর দিতে জানিয়েছেন। এবার পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে দেবব্রত সরকাররা এই মন্তব্যের নিন্দা করার পাশাপাশি তাদের সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করেছেন। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে, ইস্টবেঙ্গল দিবসে বলা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বক্তব্য একান্তই তাঁর। যে বক্তব্যকে উল্লেখ করে ওই ইউটিউবার কুরুচিকর মন্তব্য করেছেন। ইউটিউবারের বক্তব্যকে সমর্থন না করে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব প্রতিবাদ জানিয়েছে।
দেবব্রত সরকার বলেন, “আমরা এটাকে গুরুত্ব দিতে চাইছিলাম না। বহু মানুষের থেকে ফোন পেয়েছি। যেহেতু আমাদের সমর্থকরা ভীষণ আহত হয়েছে। তাই আমরা পরিস্কার বার্তা দিচ্ছি। আমাদের সমর্থকরা ক্ষিপ্ত হচ্ছে। আহত হচ্ছে। তাই এই সাংবাদিক সম্মেলন করে বলছি আপনারা শান্ত থাকুন। এই রকম ঘটনা জীবনে প্রথম দেখলাম। এমন ঘটনা এর আগে দেখিনি। আমরা এই বিষয়টির উপর নজর রাখছি। আজকের সাংবাদিক সম্মেলন করার পর আবার বিবেচনা করব কী পথে এগোব।” ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে উক্ত ইউটিউবার সম্পর্কে আরও বলা হয়েছে, “তিনি আইন শৃঙ্খলাকে নিজের হাতে নিয়ে ক্রীড়া জগতের সমস্ত ক্লাব এবং মানুষদের রাজনৈতিক পোশাক পরাতে চাইছেন, হয়তো নিজের কার্যসিদ্ধির জন্য। ক্লাব সমর্থকদের অনুরোধ, আপনারা আইন শৃঙ্খলা হাতে নেবেন না। এই প্ররোচনায় পা দেবেন না। ” এখনই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছে না ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। প্রয়োজন হলে প্রশাসনের সাহায্য নেবেন।