October 7, 2024

ক্লাবগুলোকে এক লাখ টাকা করে দিয়েই দিলেন মমতা!‌খেলা হবে দিবসের জন্যে ক্লাবগুলিকে দেওয়া হবে ১৫০০০ টাকা করে

0

রাজ্যজুড়ে ১৬ আগস্ট খেলা দিবস পালন হবে। ১৫ হাজার টাকা করে দেওয়াও হবে ক্লাবগুলিকে। ঘোষণা রাজ্যের ক্রীড়া দফতরের। মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন। খেলা হবে দিবসের জন্যে ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা। রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি পুরনিগমে এই কর্মসূচি পালন করা হবে। কলকাতা পুরনিগমের অধীনে থাকা ১৪৪টি ওয়ার্ডেই পালন করা হবে এই কর্মসূচি। খেলা হবে দিবস পালনের জন্য প্রত্যেক ইউনিটকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। জেলায় জেলায় যে ক্লাবগুলি খেলা হবে দিবস পালন করার অনুমোদন পেয়েছে, তাদেরও ১৫০০০ টাকা করে দেওয়া হবে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ সচিবের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে জেলাশাসকদের।

খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। দিনটিকে ‘ফুটবল লাভার্স ডে’ হিসেবে পালন করা হয় ময়দানে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবশ্য, নির্বাচনের সময় এই ‘খেলা হবে’ স্লোগানটি রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছিল। এবছর দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলির অনুদান একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফায়ার লাইসেন্স থেকে শুরু করে কলকাতা পুরসভার যে কর তা সম্পূর্ণ মুকুব করে দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে প্রত্যেক ক্লাবকে ৮৫ হাজার টাকা করে দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আগেরবার অনুদান ছিল ৭০ হাজার। এবার কি পুরোপুরি করে দেবো?‌ এখনই যদি সেটা করে দিই তাহলে পরের বছর কী করবেন?‌ তাই এবার প্রত্যেক পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। আর সিইএসসি’‌র সঙ্গে কথা বলে নিয়েছি। আগে বিদ্যুৎ ছাড় ছিল ৬০ শতাংশ। এবার তা ৭৫ শতাংশ করতে হবে। কারণ বিদ্যুতের দাম খুব বেড়ে গিয়েছে। আর এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে ১৫ তারিখ।’‌ এরপর বাড়িয়ে এক লাখ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী?‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed