October 12, 2024

‘ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা হোক’‌ ইস্টবেঙ্গলকে কদর্য আক্রমণ ইউটিউবারের, প্রতিবাদ বাংলা জুড়ে

0

“এই ক্লাবটি রোহিঙ্গাদের ক্লাব নাকি?” আরামবাগ টিভিতে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে উক্ত ইউটিউবারের আরও দাবি, এই রাজ্য সরকারের পতন হয়ে গেলে আর এনআরসি চালু হলে ইস্টবেঙ্গলের অস্তিত্ব থাকবে না। একজন ইউটিউবারের বাক্ স্বাধীনতার সীমা কতটা হতে পারে? ‘ইস্টবেঙ্গল ক্লাবকে নিষিদ্ধ করা হোক’ বলে এক ইউটিউবারের মন্তব্যে শোরগোল সামাজিক মাধ্যমে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ঘোষনা সমর্থকদের। ইতিমধ্যেই মানিকতলা থানায় একটি ডেপুটেশন জমা দিলেন লাল-হলুদ সমর্থকরা।

প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, এটা রাজনৈতিক কথা। নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্য নিয়ে বলছেন। কে বলছেন সেটা দেখতে হবে। বেশি গুরুত্ব দিয়ে লাভ কি? ইউটিউবারদেরও বাক্ স্বাধীনতারও একটা সীমা থাকা উচিত। প্রাক্তন ফুটবলার ও প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ অলোক মুখোপাধ্যায়ও তীব্র নিন্দা করে বলেন, “ইস্টবেঙ্গল সম্পর্কে খারাপ কথা বললে ছেড়ে কথা বলা হবে না। আর যিনি এমন কথা বলছেন তিনি বোধহয় ফুটবল খেলেননি কোনও দিন। রাজনৈতিক স্বার্থে এমন কথা বলছেন। যদি ক্লাব বৃহত্তর আন্দোলনের দিকে যায় আমরা অবশ্যই ক্লাবের পাশে রয়েছি।” প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য বলছেন, “উনি জানেনই না ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস। যিনি এমন মন্তব্য করেছেন তিনি কোনওদিন ফুটবল খেলেননি। তাই এর আবেগ জানেন না। এই ক্লাবের সঙ্গে দেশের সম্মানও জড়িয়ে রয়েছে। দেখুন উক্ত ইউটিউবারের পাড়ার লোকেরাই হয়তো এর বিরোধিতা করছেন। উনি যে এই সরকারের কথা উল্লেখ করেছেন, এই সরকার আসার আগেও তো ক্লাব ছিল। ১০৫ বছরের ইতিহাস ইস্টবেঙ্গলের।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed