ওয়ানড়ে মৃতের সংখ্যা ৩০০ পার করল! জীবিতদের সন্ধানে ড্রোন, ধ্বংসস্তূপ সরাতেই মিলছে দেহ
ওয়ানড়ে মৃতের সংখ্যা ৩০০ পেরিয়ে গেল। ধ্বংসস্তূপের মধ্যে জীবিত খুঁজে দেখতে ব্যবহার করা হবে বিশেষ রাডার। এই রাডারে রয়েছে ড্রোন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, ধ্বংসস্তূপে আর কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। চিন্তার কারণ বৃষ্টি। ৩০৮ জনের মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিধসে। টানা চারদিন ধরে চলছে উদ্ধারকাজ। লাগাতার বৃষ্টির কারণে কাজ করতে পারছেন না উদ্ধারকারীরা। নৌসেনার সঙ্গে মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছে উপকূলরক্ষা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সেনা এবং বায়ুসেনাও। লাগাতার বৃষ্টি এবং ধসের কারণে ওয়ানড়ের একাধিক সেতু এবং রাস্তা ধ্বংস হয়ে যাওয়ার ফলে বিপদগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই দাবি করেন, ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকেই আর উদ্ধার করা বাকি নেই। এখন কাজ কেবলই দেহ উদ্ধার। চুরামালা ও মুন্ডাক্কাই গ্রামের মধ্যে বেইলি ব্রিজটি বানিয়ে ফেলেছে সেনা। ওই পথে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যেতে পারবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও কেউ জীবিত রয়েছেন কিনা, সন্ধান চালাতে ব্যবহৃত হবে বিশেষ রাডার। ড্রোনের মাধ্যমে খুঁজে দেখা হবে ধ্বংসস্তূপের মধ্যেও কেউ বেঁচে রয়েছেন কিনা। সেই সম্ভাবনা ক্ষীণ। মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে বলেই অনুমান। কাদামাটি সরাতেই উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ।