October 12, 2024

সাদা-কালো ব্রিগেডের প্রচারে সৌরভ?‌ মহামেডান-শ্রাচীর চুক্তি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী!‌

0

সাদা-কালো ব্রিগেডের সুদিন। শ্রাচী স্পোর্টসের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর। স্প্যানিশ ক্লাবের সঙ্গেও চুক্তি হতে পারে মহামেডানের। নতুন ইনভেস্টর হিসাবে শ্রাচী স্পোর্টসের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করে ফেলেছে মহামেডান স্পোর্টিং সরকারিভাবে এই চুক্তির বিষয়ে ঘোষণা করেনি কোনও পক্ষই।

‘মউ’ স্বাক্ষরের পর বিষয়টি মহামেডানের তরফে জানানো হয়েছে আইএসএল পরিচালনার দায়িত্বে থাকা এফএসডিএল-কে। সেখান থেকে চুক্তি নিয়ে সবুজ সংকেত পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করা হবে। মহামেডান এবং শ্রাচী স্পোর্টসের এই চুক্তির পিছনে অনুঘটকের কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে উপস্থিত ছিলেন মহামেডান কর্তা ইস্তিয়াক আহমেদ রাজু। মহামেডানের আইএসএল খেলার প্রসঙ্গ। সফরে থাকা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মহামেডান আইএসএল খেলার যোগ্যতা অর্জন করলে তাদের সাহায্য করতে হবে।

সৌরভের উদ্যোগেই আলোচনায় বসে শ্রাচী এবং মহামেডান। মহামেডানের বর্তমান ইনভেস্টর বাঙ্কারহিলের হাতে ৬১ শতাংশ শেয়ারের অর্ধেক দেওয়া হয় শ্রাচীকে। অর্থাৎ ৩০.৫ শতাংশ শেয়ার আসে শ্রাচীর হাতে। মহামেডানকে আইএসএল খেলার জন্য সাহায্য করার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। মুখ্যমন্ত্রীই ঘোষণা করুন- চাইছে সব পক্ষই।

এফএসডিএল সবুজ সংকেত দেওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে এজন্য সময় চাওয়ার পরিকল্পনা। আইএসএলের আগে প্রয়োজনে মহামেডানের হয়ে প্রচারেও রাজি প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ মহামেডানকে জানিয়েছেন, যদি কোনও প্রোমো শুট বা অন্য কিছু করতে হয়, তবে তা নিঃস্বার্থভাবে করবেন মহারাজ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed