জাতীয় দলে ফিরলেন রাহুল, প্রথম একাদশে নেই পন্থ, দুবের অভিষেক
গৌতম গম্ভীর যুগ শুরু ভারতীয় ক্রিকেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছেন গম্ভীর। শুক্র থেকে শুরু একদিনের সিরিজ। বিশ্বকাপ জেতার পর আজ প্রথম নামছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রথমে শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু এটা কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম সিরিজ। তাই একদিনের সিরিজ খেলার জন্য রোহিত, বিরাটকে অনুরোধ করেন খোদ গম্ভীর। নতুন কোচের কথা ফেলতে পারেননি। দিন চারেক আগে দলের সঙ্গে যোগ দেন। প্রথম দিনের অনুশীলনেই রোহিত এবং বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় ভারতের নতুন হেড কোচকে। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল হারার পর আর ৫০ ওভারের ম্যাচ খেলেননি দুই তারকা। কিন্তু মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্যই তাঁদের খেলার জন্য অনুরোধ জানান গম্ভীর। প্রথম ম্যাচে দল গঠনে প্রধান চিন্তা উইকেটকিপার নিয়ে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে বিশ্বকাপে উইকেটের পেছনে কেএল রাহুল। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। সিরাজ এবং অর্শদীপের পাশাপাশি খেলানো হতে পারে হরষিত রানাকে। একদিনের ক্রিকেটে অভিষেক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের পেসারের। হাতেখড়ি হওয়ার সম্ভাবনা রিয়ান পরাগেরও। টি-২০ সিরিজের পর একদিনের সিরিজেও সুযোগ পেয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেশের জার্সিতে অভিষেক হয়। সেই থেকে দলে জায়গা ধরে রাখেন। ব্যাটের পাশাপাশি তাঁকে দিয়ে বলও করানো হয়। উইকেটও পান পরাগ।
বিশ্বকাপ দলে ছিলেন। দায়িত্বের সঙ্গে উইকেটরক্ষা করেছিলেন। কিন্তু টি২০ বিশ্বকাপে সুযোগ পাননি। তবে ভারত–শ্রীলঙ্কা সিরিজের প্রথম একদিনের ম্যাচে ফের প্রথম একাদশে ফিরলেন লোকেশ রাহুল। উইকেটকিপার হিসেবেই খেলছেন। টি২০ বিশ্বকাপে সব ম্যাচে উইকেটের পিছনে পন্থ থাকলেও তিনি এদিন প্রথম এগারোর বাইরে। বিশ্বকাপের পর ফের জাতীয় দলে প্রত্যাবর্তন শ্রেয়স আইয়ারের। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও তিনি এই সিরিজে সুযোগ পেয়েছিলেন। এবার প্রথম একাদশেও ঢুকলেন। আর একদিনের ক্রিকেটে জাতীয় দলে অভিষেক হল শিবম দুবের। ভারত দুই পেসার সিরাজ ও অর্শদীপ সিং। তিন স্পিনার কুলদীপ, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। পেসার অলরাউন্ডার দুবে ও অক্ষর স্পিনিং অলরাউন্ডার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বার মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান। প্রসঙ্গত, দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ। এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টেই দুই দেশ মুখোমুখি হয়। এদিকে ২০২৫ সালের শুরুতেই পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। গত বছর ওয়ান ডে বিশ্বকাপ, মাস দুয়েক আগে টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত–পাকিস্তান। দু’বারই জিতেছিল ভারত। এদিকে আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে যাবে না খেলতে। ফলে গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা। ভারতের ম্যাচ হওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ে।