বিরাট ব্যর্থ কোহলি, শ্রেয়স! শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ টাই

শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ারের ভারতের পরাজয়। কলম্বোয় প্রথম এক দিনের ম্যাচ টাই হয়ে গেল। জয়ের জন্য লক্ষ্য ছিল ২৩১ রান। ভাঙাচোরা শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ারের ভারতেএর জেতা হল না। উইকেট ছুড়ে দিলেন শিবম দুবে এবং আরশদীপ সিংহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম বার নেমে হতাশ করলেন বিরাট কোহলি। রোহিত অর্ধশতরান করেছেন। টসে জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই ওপেনার আবিষ্কা ফের্নান্ডোকে ১ রানে ফেরান আরশদীপ। শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট কুশল মেন্ডিসকে ১৪ রানে ফেরান শিবম দুবে। সাদিরা সমরবিক্রমও ৮ রান করেন। ওপেনার পাথুম নিসঙ্ক ৫৬, অর্ধশতরান, দুনিত ওয়েল্লালাগে সাতটি চার এবং দু’টি ছয়ের সাহায্যে ৬৫ বলে ৬৭ রান ও ওয়ানিন্দু হাসরঙ্গকেও ২৪ রানে আট উইকেটে ২৩০ রান করে শ্রীলঙ্কা।
রান তাড়া করতে নেমে ভারতের প্রথম উইকেটেই উঠেয় ৭৫ রান। শুভমন গিল ১৬ রান করে আউট হন। বিশ্বকাপের মতোই রোহিত আগ্রাসী ভঙ্গিতে খেলে হাসরঙ্গের বলে ২৪ রানে আউট হন। শ্রেয়সের বদলে ওয়াশিংটন সুন্দরকে চারে তুলে এনে ফাটকা খেলার চেষ্টা করেছিলেন গৌতম গম্ভীর। ৪ বলে ৫ রান ওয়াশিংটনের। পাঁচ নম্বরে নেমে শ্রেয়সও ২৩ রান করে ফেরেন। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে চাপেই ভারত। কেএল রাহুল এবং অক্ষর পটেল ধরে খেলার দিকে নজর দিয়ে ৫৭ রানের জুটি গড়েন। রাহুল ৩১ এবং অক্ষর ৩৩ আউট হন। শিবম শেষ দিকে হাতে ১৮ বল থাকা সত্ত্বেও অকারণে মারতে গিয়ে আউট হন। মাত্র এক রান দরকার ছিল ভারতের জিততে। আরশদীপ সিং প্রথম বলেই হাঁটু মুড়ে বসে হাসরঙ্গকে ওড়াতে গিয়ে ব্যাটে-বলে না হয় ডিআরএস এর এলবিডব্লিউ হলেন। জেতাটাই হল না। ম্যাচ টাই।