শাহরুখের সঙ্গে ফ্রাঞ্জাইজি মালিকের প্রায় হাতাহাতি?আইপিএল বৈঠকে তীব্র বাদানুবাদে নাইট কর্ণধার বলিউড বাদশা
কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে পাঞ্জাব কিংসের সহকারী মালিক নেস ওয়াদিয়ার তীব্র বাদনুবাদ। মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বুধবার আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকদের বৈঠক বসেছিল। সূত্রের খবর সেই বৈঠকে ক্রিকেটার রিটেনশন নিয়ে রীতিমতো তীব্র বাদানুবাদ হয় শাহরুখ খান ও নেস ওয়াদিয়ার। মেগা নিলামের আগে কত জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে এই নিয়ে দ্বিমত ছিলেন শাহরুখ ও নেস। উত্তপ্ত বাদানুবাদের পর প্রায় হাতাহাতির পর্যায়ে। শাহরুখ মেগা নিলামের পক্ষে নন। ওয়াদিয়া চাইছেন ২০২৫ আইপিএলের আগে মেগা নিলাম হোক। ওয়াদিয়া চাইছেন খুব কম ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হোক। এই আব্দার মানতে নারাজ শাহরুখ। বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা, চেন্নাইয়ের রূপা গুরুনাথ, হায়দরাবাদের কাব্যা মারান সহ রাজস্থান ও অন্যান্য ফ্রাঞ্জাইজি মালিকরা ছিলেন। মুম্বইয়ের মালিক আম্বানিরা ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন। বৈঠকে ইমপ্যাক্ট ক্রিকেটার নিয়েও আলোচনা হয়েছে। বেশিরভাগ ফ্রাঞ্চাইজিই এই নিয়মের বিরোধিতা করছেন। বলা হচ্ছে ক্রিকেট ১১ জনের খেলা। পরিস্থিতি অনুযায়ী এক জন ব্যাটার বা বোলার অতিরিক্ত খেলিয়ে লাভ কী। আইপিএলের গভর্নিং কাউন্সিলরে সিদ্ধান্তের উপর পুরো বিষয়টা রয়েছে।
আইপিএল থেকে এবার উঠে যাবে মহানিলাম? প্রশ্ন আইপিএলের দলের মালিকদের সভায়। তিন বছর অন্তর মেগা অকশনের বিরোধিতায় সবচেয়ে বেশি সরব হয়েছে কেকেআর। প্লেয়ার রিটেনশন এবং রাইট টু ম্যাচ আরও বাড়ানোর পক্ষে সওয়াল ফ্র্যাঞ্চাইজি মালিকদের। ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা আছে। মুম্বইয়ে বিসিসিআইয়ের দপ্তরে বৈঠকে বসেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা। সেখানেই অধিকাংশ দলের মালিক দাবি করেন, প্রতি বছর মিনি অকশন থাকাই উচিত। মালিকদের মধ্যে অন্যতম শাহরুখ খান। বৈঠকে কেকেআর মালিক জোর গলায় দাবি জানান, মেগা অকশন তুলে দেওয়াই হয়তো উচিত। বিশ্লেষকদের মতে, চলতি বছরেই চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। এখন মেগা অকশন হলে ফের নতুন করে দল গুছিয়ে নিতে সমস্যা হবে ম্যানেজমেন্টের। অকশনের আগে প্রত্যেকটি দলে রিটেন করা ক্রিকেটারদের সংখ্যা বাড়াতে চান অধিকাংশই। রাইট টু ম্যাচ কার্ড ফেরানো নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। আইপিএলের গত কয়েকটি মরশুমে দেখা গিয়েছে, নিলামে দল পাওয়া বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগে নানা কারণ দেখিয়ে সরে দাঁড়াচ্ছেন। তাতে দলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছে। বিদেশিদের এহেন আচরণ বন্ধ করতেও বিসিসিআইয়ের কাছে আলাদা নিয়মের দাবি দলগুলোর। ২০২৫ মেগা অকশনের নিয়ম সম্ভবত পরিবর্তন করা হবে না।