February 17, 2025

বাংলার হয়ে রঞ্জিতে খেলার ইঙ্গিত সামির, দেশের জার্সিতে প্রত্যাবর্তনের আগে কলকাতায় অনুশীলন সারবেন তারকা পেসার

0
Mahammad Sami

চোটের জন্য টি-২০ বিশ্বকাপ মিস করেছেন। খেলতে পারেননি আইপিএলেও। কবে মাঠে ফিরবেন মহম্মদ সামি? লাখ টাকার প্রশ্ন। ইস্টবেঙ্গল দিবসে ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত হন ভারতীয় পেসার। অনুষ্ঠানে এসে সামি জানিয়ে দিলেন, দেশের জার্সিতে প্রত্যাবর্তনের আগে হয়তো বাংলার জার্সিতে মাঠে ফিরবেন। রঞ্জিতে খেলার ইঙ্গিত দিলেন তারকা পেসার। মহম্মদ সামি বলেন, ‘মাঠে কবে ফিরব, সেটা উত্তর দেওয়া কঠিন। ২০২৩ বিশ্বকাপে হারটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। তারপর চোটের জন্য আমি আইপিএল খেলতে পারিনি। টি-২০ বিশ্বকাপ মিস করেছি। বিশ্বকাপের পর অস্ত্রোপচার করাব ভেবেছিলাম। কিন্তু ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালীন পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ভাবিনি এত গুরুতর আকার নেবে। তাই পরপর আইপিএল, বিশ্বকাপ মিস করেছি। আশা করছি ভারতের হয়ে মাঠে নামার আগে বাংলার জার্সিতে মাঠে ফিরতে পারব।’

বাংলায় খেলতে পেরে খুশি উত্তর প্রদেশের ক্রিকেটার। বাংলা তাঁকে যা দিয়েছে, তাঁর নিজের রাজ্যও সেটা দিতে পারেনি, জানিয়ে দিলেন সামি। তাঁকে সরাসরি ইস্টবেঙ্গলে খেলার প্রস্তাব দেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। সরাসরি প্রত্যাখান করেননি। জানান, দীর্ঘদিন ক্লাব ক্রিকেট খেলেন না। তবে পরিস্থিতি তৈরি হলে ভেবে দেখবেন। মহম্মদ সামি বলেন, ‘বাংলা আমাকে যা দিয়েছে, নিজের রাজ্যও দিতে পারেনি। বাংলা আমাকে দু’হাত খুলে গ্রহণ করেছে। বাংলা আমাকে নাম, যশ দিয়েছে। আমার ওপর ভরসা রেখেছে। আমি বাংলায় খেলি, তাই আমি বাঙালি। মোহনবাগান, ইস্টবেঙ্গলে কে খেলতে চায় না! দীর্ঘদিন আমি ক্লাব লিগ খেলিনি। সুযোগ পেলে ভেবে দেখব। ইস্টবেঙ্গলের এই সম্মান পেয়ে খুবই ভাল লাগছে।’

বিশ্বকাপে তীরে এসে তরী ডুবেছিল। এবারও যেভাবে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা, ম্যাচ প্রায় হাতের বাইরে চলে গিয়েছিল। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। সেই সময় কী চলছিল ভারতীয় পেসারের মনে। সামি বলেন, ‘মনে হচ্ছিল ৫০ ওভারের বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু সূর্যর ক্যাচ ম্যাচের টার্নিং পয়েন্ট। তখন বুঝতে পারলাম বাস্তবে আমরা জিতেছি।’

আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালের পর তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সামি জানান, মোদির পেপ টক মুষড়ে পড়া দলের আত্মবিশ্বাস বাড়ায়। এবার দিল্লি ক্যাপিটালের কোচের ভূমিকায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। ঘরোয়া ক্রিকেটে সৌরভের সঙ্গে খেলেছেন। এবার তাঁর কোচিংয়ে খেলারও ইচ্ছাপ্রকাশ করলেন সামি। গৌতম গম্ভীরের কোচিং নিয়েও আশাবাদী তারকা পেসার। তিনি মনে করেন, প্লেয়ারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগোতে পারবেন গম্ভীর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed