October 5, 2024

‘‌সামির স্ত্রী হবার কোনও যোগ্যতাই ছিল না’‌ আপনি সুন্দরী, কিন্তু প্রেমিকা হবার যোগ্য নন!‌ কটাক্ষ হাসিন জাহানকে

0

মহম্মদ সামির সঙ্গে হাসিনের বিয়ে ছিল দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামিকে বিয়ে করেন। ২০১২ সালে হাসিনের সঙ্গে আলাপ হয়েছিল সামির। হাসিন তখন কলকাতার চিয়ারলিডার ছিলেন।

২০১৪ সালের ৬ জুন দু’‌জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি মেয়েও রয়েছে। কয়েক বছরের মধ্যেই শুরু হয় সমস্যা। হাসিন মারাত্মক সব অভিযোগ আনেন সামির বিরুদ্ধে। কিন্তু কোনওটাই প্রমাণিত হয়নি।

আর এখন নিয়মিত ট্রোলড হাসিন। সামির বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন হাসিন। তুলেছিলেন মারাত্মক সব অভিযোগ। কিন্তু আদালতে কোনওটাই প্রমাণ করতে পারেননি। বিবাহবিচ্ছেদের মামলাও রয়েছে ঝুলে।

সোশ্যাল মিডিয়ায় সামির বিরুদ্ধে বিষোদগার করলেই ট্রোলডও হন। সম্প্রতি ইনস্টাগ্রামে হাসিনের দেওয়া বেশ কিছু ছবিগুলিতে একাধিক কমেন্টও এসেছে। এক নেটিজেন বলেছেন, ‘‌আপনি খুব সুন্দর। কিন্তু আপনার সঙ্গে প্রেম করার কোনও ইচ্ছে নেই।’‌ প্রসঙ্গত, নেটিজেনদের অনেকেই মনে করেন, মহম্মদ সামির স্ত্রী হবার কোনও যোগ্যতাই ছিল না হাসিন জাহানের।

১ আগস্ট ইস্টবেঙ্গল দিবস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রাইড অফ বেঙ্গল পুরস্কার পাবেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামি। ভারতীয় দলের তারকা বোলার চোট সারিয়ে ফের মাঠে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত। তার মধ্যেই এই সুখবর। লাল–হলুদ বিশেষ সম্মান তুলে দিচ্ছে সামির হাতে। ফের প্রচারের আলোয় উজ্জ্বল মহম্মদ সামি। হাসিন জাহান কোথায়!‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed