October 7, 2024

মেঘভাঙা বৃষ্টি? ভয়াবহ ভূমিধস,মৃত ২, আটকে ২০০ পুণ্যার্থী!‌ ওয়েনাড়ের ভূমিধসে মৃত ২৭৬, এখনও ১৫০ জন নিখোঁজ, সন্ধানে চলছে উদ্ধারকাজ

0

ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড। কেদারনাথের পথে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস একাধিক এলাকায়। তেহরি জেলায় ধসে চাপা পড়ে মৃত দুই। আহত একজন বলে খবর পাওয়া যাচ্ছে। কেদারনাথের পথে ধসের জেরে আটকে পড়েছেন কমপক্ষে ২০০ জন পুণ্যার্থী। মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ ঘটনা। কেদারনাথের পথে ভীমবলিতে আটকে আছেন ২০০ জন পুণ্যার্থী। ধসের জেরে ক্ষতিগ্রস্ত ৩০ মিটার রাস্তা। আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ। ভীমবলিতে এ পর্যন্ত হতাহতের খবর নেই। তবে এই পরিস্থিতিতে বিপদের আশঙ্কায় সতর্ক রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মেঘভাঙা বৃষ্টিতে মন্দাকিনী নদীতে জলস্তর বেড়ে রাস্তাঘাট ভেসে গিয়েছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রুদ্রপ্রয়াগেও। একটানা মুষলধারে বৃষ্টির জেরে গৌরীকুন্ড ও সোনপ্রয়াগেও বেড়েছে নদীর জলস্তর। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।

এদিকে।কেরলের ওয়েনাড়ে মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ২৭৬ টপকাল। ৭৭ জন পুরুষ, ৬৭ জন মহিলা এবং ২২টি শিশু রয়েছে। নিখোঁজের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। ওয়েনাড় জেলা প্রশাসনের বিবৃতি। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বুধবার বলেন, ‘‘ওয়েনাড়ে উদ্ধার অভিযান পুরোদমে চলছে। আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনও দেখেনি। দু’দিনের অভিযানে মোট ১৫৯২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলি সমন্বয় রেখে অক্লান্ত ভাবে কাজ করে গিয়েছে বলেই এই সাফল্য মিলেছে। বিপদের আশঙ্কায় মোট ৬৭টি পরিবারের ২০৬ জনকে তিনটি আশ্রয়স্থলে পাঠানো হয়েছে।’’ মুন্ডাক্কাই, মেপ্পাড়ি এবং চুরামালা এলাকায় মৃতদের মধ্যে ৯৭ জনকে শনাক্ত করা গিয়েছে। তাঁদের মধ্যে ৭৫ জনের দেহ পরিজনেদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভূমিধসে আহত মোট ২১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭৮ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed