October 5, 2024

ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস পালন, বৃষ্টিস্নাত দিনে লাল হলুদ জনতার উপস্থিতি নজরকাড়া

0

১ লা আগস্ট ২০২৪। ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই সদস্য সমর্থকদের ভিড়।

চিরাচরিত প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু ও ডাঃ রমেশ (নশা) সেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থ সচিব সদানন্দ মুখার্জি, শীর্ষকর্তা দেবব্রত সরকার। এছাড়াও ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলার। এই তালিকায় ছিলেন ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, বিকাশ পাঁজি, অতনু ভটাচার্য, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবি, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার ফুটবলাররা। ছিলেন সদস্য, সমর্থকরাও।

ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার ফুটবলাররা এবং অগণিত সভ্য সমর্থকও হাজির ছিলেন। কেক কেটে ক্লাবের ১০৫ তম জন্মদিন পালিত।

ক্লাব কর্মকর্তাদের ও প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতিতে ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন হয়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মূল অনুষ্ঠান। যার আকর্ষণের মূলে সৌরভ গাঙ্গুলি এবং মহম্মদ সামি। ভারত গৌরব সম্মান দেওয়া হবে সৌরভকে। প্রাইড অফ বেঙ্গল সম্মানের প্রাপক সামি। পিকে ব্যানার্জি মেমোরিয়াল সম্মান দেওয়া হবে কোচ কার্লেস কুয়াদ্রাতকে। ড. রমেশ চন্দ্র সেন মেমোরিয়াল ‘জীবনকৃতী সম্মান’ পাবেন রঞ্জিত মুখার্জি। বোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সমান’ জানানো হবে প্রশান্ত ব্যানার্জিকে। ‘দ্যা মেকার অফ এ চ্যাম্পিয়ন’ সম্মান নিতে কলকাতায় আসবেন সানিয়া মির্জার বাবা ইমরান আজিজ মির্জা। বছরের সেরা ফুটবলার নন্দকুমার সেকার। উদীয়মান ফুটবলারের পুরস্কার পাবেন প্রভসুখন গিল। অজয় বোস মেমোরিয়াল সাংবাদিক সম্মান দেওয়া হবে রাজদীপ সারদেশাইকে। পুষ্পেন সরকার মেমোরিয়াল সাংবাদিক সম্মানের প্রাপক সরোজ চক্রবর্তী। বর্ষসেরা ক্রিকেটার সাত্যকি দত্ত। সেরা সমর্থক মুকুল গাঙ্গুলি এবং গনেশ দাস। দুই রেফারি সুকৃতি কুমার দত্ত এবং জয়ন্ত ব্যানার্জিকে সংবর্ধিত করা হবে। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed