January 17, 2025

বাংলার রাজ্যপাল কেরলের পাশে, আহতদের পরিবারকে দিলেন ১ মাসের বেতন

0
CV Anand Bose

কেরলের ওয়েনাড। বিপর্যস্ত মানুষের পাশে আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস নামলেন আসরে। নিজের এক মাসের বেতন তিনি তুলে দিলেন ত্রাণে। এর আগে তিনি ত্রাণ শিবির ঘুরে দেখেন। কথা বলেন আহতদের পরিবারের সঙ্গে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানান। ধসের ফলে ওয়েনাডে প্রবল বিপর্যয় নেমে আসে। ১৭৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত অসংখ্য জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখনও ধসের নিচে আরও মানুষ চাপা পড়ে রয়েছে। তাঁদের সেখান থেকে বের করার চেষ্টা চলছে। ২০০ জনের বেশী এখনও নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ বাড়ি। খোলা হয়েছে ৪৫ টি ক্যাম্প , সেখানে তিন হাজার মানুষ রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দিন রাত এক করে কাজ করছেন।

ওয়েনাড়ের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭৬, চলছে উদ্ধারকাজ, বৃহস্পতিতে ওয়েনাড়ে রাহুল, প্রিয়াঙ্কা। প্রকৃতির রোষে বিপর্যস্ত ওয়েনাড়ের বিপদ এখনই কাটছে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এরই মধ্যে বোন প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়েনাড়ের সদ্য-প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পরিস্থিতি পরিদর্শনে যেতে পারেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed