সুহেলের হ্যাটট্রিক টালিগঞ্জকে পাঁচ গোল বাগানের
মোহনবাগান – ৫ (সুহেল-হ্যাটট্রিক, প্রীতম-আত্মঘাতী, সালাউদ্দিন)
টালিগঞ্জ অগ্রগামী – ১ (শামিম)
নৈহাটি স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। মোহনবাগান দিবসে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। পরের দিনই হ্যাটট্রিক। স্বীকৃতির যোগ্য মর্যাদা দিলেন সুহেল ভাট। দুরন্ত হ্যাটট্রিক সুহেলের। অন্য গোলটি করেন সালাউদ্দিন। মোহনবাগানের গোলের খাতা খোলে প্রীতম খাতুয়ার আত্মঘাতী গোলে। প্রথমার্ধ হাজার চেষ্টা সত্ত্বেও গোল হয়নি। পাঁচ গোলই দ্বিতীয়ার্ধে। ম্যাচের ১৮ মিনিটে প্রথম সুযোগ কলকাতার প্রধানের। রবি বাহাদুরের পাস থেকে সুহেলের শট বাইরে যায়। তার ৪ মিনিট পরই সুহেলের শট পোস্টে লাগে। প্রথমার্ধের শেষদিকে ফারদিনের শট বাঁচায় টালিগঞ্জ গোলকিপার অঙ্কুর দাস।প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।
কলকাতা লিগের শুরুতে জয়ের মুখ দেখেনি বাগান। সুপার সিক্সের আশা নিয়ে একপ্রকার মরণ-বাঁচন ম্যাচ ছিল। ম্যাচের ৫১ মিনিটে প্রীতম খাতুয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৫৮ মিনিটে একক প্রয়াসে ব্যবধান বাড়ান সুহেল। তার চার মিনিট পরই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন সুহেল। ৬৯ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কাশ্মীরের স্ট্রাইকার। তারপরই দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্টাইলে সেলিব্রেশন। জোড়া গোল খেয়ে যাওয়ার পরই ম্যাচ থেকে হারিয়ে যায় টালিগঞ্জ। তারমধ্যেও ৭৫ মিনিটে ব্যবধান কমান শামিম হোসেন। কিন্তু ম্যাচে ফিরতে পারেনি টালিগঞ্জ। ইনজুরি টাইমে বাগানের হয়ে পঞ্চম গোলটি সালাউদ্দিনের।