January 13, 2025

ফের রেল দুর্ঘটনা, এবার ঝাড়খণ্ডে!‌ শোকপ্রকাশ মমতার, বেলাইন হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি বগি, মৃত ২, আহত ২০, লাইনচ্যূত একটি মালগাড়িও

0
Rail accident

ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। প্রাথমিক ভাবে খবর, দুর্ঘটনার জেরে বেলাইন ট্রেনের ১৮টি কামরা। আহত কমপক্ষে ১২ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে।

ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা, এখনও তার কারণ জানা যায়নি। ইতিমধ্যেই মহারাষ্ট্রে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু। বেলাইন ১৮টি কামরার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনা কারণ এখনও স্পষ্ট নয়। রেলের পদস্থ কর্তার কথা অনুযায়ী, মুম্বইগামী ট্রেনের দুর্ঘটনাস্থলের কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে।

১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে এবং দুর্ঘটনার জেরে দু’জনের মৃত্যু হয়েছে ও ২০ জন আহত হয়েছেন।

কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। দু’টি দুর্ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। কেন দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল। ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়া স্টেশনের জন্য ৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১৭, টাটানগর স্টেশনের জন্য ০৬৫৭২২৯০৩২৪, চক্রধরপুর স্টেশনের জন্য ০৬৫৮৭ ২৩৮০৭২, রৌরকেলা স্টেশনের জন্য ০৬৬১২৫০১০৭২ ও ০৩৩২৬৩৮২২১৭ এবং রাঁচি স্টেশনের জন্য ০৬৫১২৭৮৭১১৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ঘন ঘন ট্রেন দুর্ঘটনায় যাত্রী সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন তিনি। দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আর কতদিন আমাদের এ সব সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার কি কোনও শেষ নেই?”

ট্রেন বাতিল করা হয়েছে?

১) ২২৮৬১ ইস্পাত এক্সপ্রেস। 

২) ০৮০১৫: খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল। 

৩) ১৮০১৯: ঝাড়গ্রাম-ধানবাদ মেমু স্পেশাল। 

৪) ১২০২১/১২০২২: হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।

৫) ১৩৫১২/১৩৫১১: আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস।

ট্রেনের রুট পালটানো হয়েছে?

১) ১২২৬২ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস দুরন্ত এক্সপ্রেস: আজ হাওড়া থেকে যে ট্রেন ছাড়বে, তা খড়্গপুর-ভদ্রক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed