১২৪ বছরের তফাৎ প্যারিসের মাটিতে অলিম্পিকে ইতিহাস ভারতের,
১২৪ বছরের তফাৎ। একই অলিম্পিকের মঞ্চে জোড়া পদক। এখনও পর্যন্ত ইতিহাসে দুই ভারতীয়। ১৯০০ সালে নরম্যান প্রিচার্ড এবং ২০২৪ সালে পেলেন মানু ভাকের। ১২৪ বছরের তফাতে দুটি অলিম্পিকই অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ২০০ মিটার হার্ডলে রূপো জিতেছিলেন প্রিচার্ড। তখন ভারত ছিল ব্রিটিশদের দখলে। ভারতের হয়ে পদক জিতলেও আদতে নরম্যান ছিলেন ব্রিটিশ। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর একই অলিম্পিকে কোনো অ্যাথলিট জোড়া পদক জিতেছেন এমন সৌভাগ্য হয়নি। এর আগে পিভি সিন্ধু ২০১৬ সালের রিও অলিম্পিক এবং ২০২০ সালের টোকিও অলিম্পিকে পদক জিতেছিলেন।
সুশীল কুমার ২০০৮ সালের বেজিং অলিম্পিক এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে পদক জিতেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট এবং সিঙ্গল ইভেন্ট দুটি ম্যাচেই ব্রোঞ্জ জিতেছেন হরিয়ানার শুটার মানু ভাকের। একই অলিম্পিকে একই অ্যাথলিট জোড়া পদক পেলেন এমন ঘটনা ঘটল ১২৪ বছর পর। তাও আবার প্যারিসের মাটিতেই।
একই অলিম্পিক্সে দু’টি পদক। মনু ভাকের ছোটবেলায় শুটিং নয়, অন্য পাঁচটি খেলাকে ভালবেসেছিলেন। বিভিন্ন খেলায় জাতীয় গেমসে পদকও জিতেছিলেন। শেষ পর্যন্ত বেছে নেন শুটিংকে। কারণ তাঁর চোখে চোট লেগেছিল। সেই চোট না লাগলে হয়তো অন্য কোনও খেলায় অলিম্পিক্সে ভারতের জার্সি পরতেন মনু। ১৪ বছর বয়সে শুটিং শুরু করেন মনু। তার আগে বক্সিং, টেনিস, স্কেটিং, ভলিবল, মার্শাল আর্টসের মতো খেলায় যুক্ত ছিলেন। জাতীয় গেমসে বক্সিং, টেনিস এবং স্কেটিংয়ে পদকও আছে মনুর। স্কুলে ভলিবল খেলতে গিয়ে চোখে চোট লাগে মনুর। ছোটবেলা থেকে বিভিন্ন খেলায় পারদর্শী হলেও তিনি বাধ্য হয়েছিলেন এমন খেলা বেছে নিতে যেখানে শারীরিক সংঘর্ষ নেই। তাই বক্সিং, টেনিস, স্কেটিং, ভলিবল ছেড়ে মনু বেছে নেন শুটিং। চোখে চোট লাগলেও লক্ষ্য স্থির মনুর। দ্রুত উন্নতি করেন শুটিংয়ে। মনুর বয়স এখন ২২ বছর। মাত্র আট বছর শুটিং করেই দেশকে অলিম্পিক্স পদক এনে দিলেন। ২০০২ সালে হরিয়ানার ঝাঁঝরে জন্ম মনুর। তাঁর বাবা রামকিশন ভাকের ছিলেন মার্চেন্ট নেভির ইঞ্জিনিয়র। মা সুমেধা একটি স্কুলের প্রিন্সিপল। সেই স্কুলেই পড়াশোনা করেছেন মনু। ২০১৬ সালে প্রথম বার বন্দুক হাতে নেন তিনি। সেই বন্দুকটার দাম ছিল এক লক্ষ ৮০ হাজার টাকা। মাত্র ১৪ বছর বয়সে ২৫ কিলোমিটার দূরে একটি শুটিং রেঞ্জে অনুশীলন করতে যেতেন মনু। প্রতি দিন পাঁচ ঘণ্টা করে অনুশীলন করতেন।