October 5, 2024

ইতিহাস গড়া মনুকে ফোন প্রধানমন্ত্রীর, মনুর কাছে আরও পদক চাইলেন মোদী

0

২০০৮-এ এই বিভাগে সোনা পেয়েছিলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে প্রথম সোনা এনে দিয়েছিলেন ভারতকে। তারপর ২০২৪, মনু ভাকের পেলেন ব্রোঞ্জ। এদিন ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জেতেন মনু ভাকের। মনুই ভারতের প্রথম মহিলা শুটার, যিনি পদক জিতলেন অলিম্পিকে। পদক জিতে মনু উচ্চারণে গীতার কথা। মনে করলেন কৃষ্ণ-অর্জুনের কথা। অদম্য লড়াই, জেদ, খেলার প্রতি মুহূর্তে মনের মধ্যে রেখেছেন গীতার বাণীকেই। একইভাবে জয় পেয়েছেন নিখাত জারিন, অর্জুন বাবুটারা। আজ একাধিক ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা।

রাত ১১টা ৫: লন টেনিস ভারতের ডাবলস জুটি রোহন বোপান্না এবং এন শ্রীরাজ বালাজির ম্যাচ বাতিল হয়ে গেল বৃষ্টির জেরে।

রাত ৯টা ৪৫: গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে দাপটে জয় পেলেন ভারতের পুরুষ ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রণয়। স্ট্রেট গেমে (২১-২৮, ২১-১২) জার্মানির ফ্যাবিয়ান রুথকে হারিয়ে দিলেন তিনি।

রাত ৯টা: প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মনু ভাকেরের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনুর কাছে আরও পদকের আশা করছেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৭টা: টেনিসের পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে হেরে গেলেন সুমিত নাগাল। ফ্রান্সের প্রতিপক্ষ কোরেন্তিন মৌতেতের কাছে তিনি হারেন ৬-২, ২-৬, ৭-৫ ব্যবধানে।

বিকেল ৬: আশা জাগিয়েও তিরন্দাজির পদক অধরাই রইল ভারতের। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেল ভারতের মহিলা দল। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় সেট থেকে একের পর এক খারাপ শট মারেন দীপিকা কুমারীরা। শেষ পর্যন্ত টানা তিন সেট জিতে সেমিফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস।

বিকেল ৫:১৫- টেবিল টেনিসে সহজ জয় পেলেন মণিকা বাত্রা। গ্রেট ব্রিটেনের প্রতিযোগীকে তিনি হারালেন ৪-১ ব্যবধানে। ৫ গেমের ফলাফল মণিকার পক্ষে ১১-৮, ১২-১০, ১১-৯, ৯-১১, ১১-৫। সেই সঙ্গে তিনি জোগাড় করে নিলেন শেষ ৩২-র ছাড়পত্র।

বিকেল ৫টা: ব্রোঞ্জজয়ী মনু ভাকেরকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানিও।

বিকেল ৪: ৩০ চলতি অলিম্পিক থেকে প্রথম পদক জেতা মনু ভাকেরকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিকেল ৪: ১০ অলিম্পিকে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সহজ জয় পেলেন বক্সার নিখাত জারিন। ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে উঠে শুটিং থেকে আরও একটি পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অর্জুন বাবুটা। সপ্তম স্থান পেয়ে তিনি ফাইনালে উঠেছেন। তবে স্বপ্নভঙ্গ টেবিল টেনিসে। অলিম্পিকে ভারতের পতাকাবাহক শরথ কমল প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন।

দুপুর ৪ চলতি অলিম্পিকে ভারতের প্রথম পদক। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিক থেকে পদক জিতলেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকের পরে প্রথমবার পদক পেলেন কোনও ভারতীয় শুটার।

দুপুর ৩:১০- টেবিল টেনিসে দুরন্ত জয় শ্রীজা আকুলার। মাত্র চার রাউন্ডে তিনি উড়িয়ে দিলেন সুইডেনের প্রতিপক্ষকে। রাউন্ড অফ ৬৪-র ম্যাচে তিনি জিতলেন ১১-৪, ১১-৯, ১১-৭, ১১-৮ ব্যবধানে।

দুপুর ২টো- মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে যোগ্যতা অর্জন করলেন রমিতা জিন্দাল। প্রতি সিরিজে তাঁর স্কোর ১০৪.৩, ১০৬, ১০৪.৯, ১০৫.৩, ১০৫.৩, ১০৫.৭। সব মিলিয়ে তাঁর স্কোর ৬৩১.৫। পঞ্চম স্থানে শেষ করেন রমিতা। ফলে আরও একটি পদকের হাতছানি এখন ভারতের সামনে। কিন্তু প্রথম আটে না থাকায় ছিটকে গেলেন এলাভেনিল ভালারিভান।

দুপুর ১:৩০- পুরুষদের রোয়িং সিঙ্গলস স্কালস ইভেন্টের রেপেচেজে দুরন্ত ফল করলেন বলরাজ পানওয়ার। দ্বিতীয় স্থানে শেষ করে তিনি পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। সময় নিলেন ৭ মিনিট ১২.৪১ সেকেন্ড। প্রথম রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করায় রেপেচেজ রাউন্ডে নেমেছিলেন তিনি।

দুপুর ১:২০- অলিম্পিকের শুরুতেই দাপুটে জয় পিভি সিন্ধুর। গ্রুপ ‘এম’-র ম্যাচে তিনি জিতলেন ২১-৯, ২১-৬ ব্যবধানে। সিন্ধুর সামনে দাঁড়াতেই পারলেন মালদ্বীপের ফতিমাথ মাবাহা। মাত্র ২৯ মিনিটে তুলে নিলেন প্রথম জয়। যার মধ্যে প্রথম সেটে জয় এসেছিল ১৩ মিনিটে। দ্বিতীয় সেটেও সহজেই জিতলেন বিশ্বের ১৩ নম্বর তারকা। রিও অলিম্পিকে রুপো এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এবার তাঁর থেকে সোনার আশা করছে দেশবাসী। সেই লড়াইয়ে প্রথম ম্যাচে অনায়াসে জিতে নিলেন সিন্ধু।

সকাল ১১টা: আজ অলিম্পিকে ভারতের ইভেন্ট

ব‌্যাডমিন্টন (গ্রুপ পর্যায়)– মহিলাদের সিঙ্গলস– দুপুর ১২.৫০- পি ভি সিন্ধু বনাম ফতেমা আব্দুল রজ্জাক, পুরুষদের সিঙ্গলস – রাত ৮.০০ – এইচএস প্রণয় বনাম ফ‌্যাবিয়ান রুথ
শুটিং– মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন : দুপুর ১২.৪৫ – এলাভেনিল ভালারিভান, রমিতা জিন্দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন : দুপুর ২.৪৫ – সন্দীপ সিং ও অর্জুন বাবুটা, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (ফাইনাল) – বিকেল ৩.৩০- মানু ভাকের
রোয়িং: পুরুষদের সিঙ্গল স্কালস – দুপুর ১.১৮ (রিফেজ ২) – বলরাজ পানওয়ার,
টেবল টেনিস : মহিলাদের সিঙ্গলস (রাউন্ড ২) দুপুর ২.১৫ – শ্রীজা আকুলা বনাম ক্রিস্টিনা কালবার্গ, মণিকা বাত্রা বনাম আনা হার্সি, পুরুষদের সিঙ্গলস : (রাউন্ড ২) বিকাল ৩.০০ – শরথ কমল বনাম ডেনি কোজুল
সাঁতার: পুরুষদের ১০০ মিটার ব‌্যাকস্ট্রোক (হিট-২) –বিকাল ৩-১৬ – শ্রীহরি নটরাজ, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল (হিট ১) – বিকাল ৩.৩০ – ধিনিধি দেশিংঘু,
তিরন্দাজি: মহিলা টিম ইভেন্ট (কোয়ার্টার ফাইনাল) : বিকাল ৫.৪৫ – ভারত বনাম নেদারল‌্যান্ডস/ফ্রান্স, মহিলাদের টিম ইভেন্ট (সেমিফাইনাল) : রাত ৭.১৭, মহিলাদের টিম ইভেন্ট (পদক রাউন্ড) : রাত ৮.১৮।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed