‘ভোটকুশলী’ থেকে ‘নেতা’ হতে চলেছেন পিকে, প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল ‘জন সুরজ অভিযান’ !
রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসাবে অবসর। নতুন রাজনৈতিক দল গঠন। দলের নাম ‘জন সুরজ অভিযান’।
২ অক্টোবর রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা। ‘জন সুরজ অভিযান’-এর পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের আটটি বৈঠক করার কথা। নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা, নেতৃত্বের পরিকাঠামো তৈরি করা, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরি করা-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে বৈঠকগুলিতে। বিহারের তৃণমূল স্তরের মানুষ জনের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো ইস্যুগুলিকে তুলে ধরতেই শুরু হয়েছিল ‘জন সুরজ অভিযান’। কর্মসূচির প্রথম সারির মুখ ছিলেন প্রশান্ত। আরও এক ধাপ এগিয়ে রাজনৈতিক দল হিসাবে উন্নীত করতে চাইছেন প্রশান্ত। আগামী বছর বিহারের বিধানসভা ভোটে নীতীশ কুমারের জেডিইউ-এর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী এই দল। আরজেডির ভোট ব্যাঙ্কও মুসলিম ও যাদব ভোটব্যাঙ্ক ছাপিয়ে বিহারের ভোটে নতুন দলকে সামনে রেখে জনমানসে ছাপ ফেলার চেষ্টায় প্রশান্ত। রাজনীতির ময়দানে নেতা হিসাবে নামতে চলেছেন প্রশান্ত কিশোর। বিখ্যাত ভোটকুশলী জানিয়েছেন, আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তাঁর জন সুরজ অভিযান। ওই দিন অন্তত দেড় লক্ষ মানুষ নতুন দলের নেতা হিসাবে যোগ দেবেন বলেও জানিয়েছেন পিকে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি আসনে লড়ার পরিকল্পনাও রয়েছে পিকের দলের।