তালাল-দিমি জুটিতে লুটি, জয় দিয়ে মরসুম শুরু করল ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমকে ৩-১ গোলে হারিয়ে সহজ জয় দিয়ে মরসুম শুরু করল লাল হলুদ। তালাল- দিমি জুটি ক্রমাগত গোলের সুযোগ তৈরি করে গেছেন। দ্বিতীয়ার্ধে দিয়ামানতাকোস নামার পর আক্রমণে লাল হলুদ উদ্দীপিত হয়। তারুণ্য এবং নয়া বিদেশিদের নিয়ে দল সাজিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। মেহেদি তালাল, সল ক্রেসপো, হিজাজি মাহেরকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন লাল হলুদ কোচ। শুরু থেকেই আক্রমণে উঠছিল ইস্টবেঙ্গল। মাঝমাঠে বল দখলে রেখেছিলেন তালাল, ক্রেসপোরা। সাজানো বলে বেশ কয়েকবার চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেননি লাল হলুদ ফরোয়ার্ড ডেভিড লালানসাঙ্গা। ১৭ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের লং রেঞ্জার গোলের ওপর দিয়ে বেরিয়ে যায়।
এক মিনিট পরেই খেলার বিপরীতে গিয়ে এগিয়ে যায় এয়ারফোর্স। সৌরভ সাধুখার বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন নাওরেম সমানন্দা সিং। পিছিয়ে পড়লেও ইস্টবেঙ্গলকে কখনোই অস্বস্তিতে দেখায়নি।কলকাতা লিগে খেলা তরুণদেরও ছন্দে দেখা গিয়েছে এদিন। ৪৩ মিনিটের মাথায় মেহেদি তালালের বাড়ানো পাস থেকে ছোট্ট চিপে সমতা ফেরান ডেভিড। দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্তনে ডেভিডের জায়গায় আসেন দিয়ামানতাকোস এবং মহেশের জায়গায় আসেন বিষ্ণু। ৬০ মিনিটের মাথায় মার্ক জোথানপুইয়ার বাড়ানো ক্রসে শক্তিশালী হেডে দলকে এগিয়ে দিলেন ডেভিড। প্রথম ম্যাচে নেমেই নিজের জাত চিনিয়ে দিলেন গ্রীক স্ট্রাইকার।
দ্বিতীয় গোলের ঠিক আট মিনিট পর দিয়ামানতাকোসের পাস থেকে গোল করেন সল ক্রেসপো। ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার বললেন, ‘দল এখনও পুরোপুরি ফিট হয়নি। কিছুটা সময় গেলে আরও ভাল খেলবে আশা করছি।’ ইমামি কর্তা বিভাস আগরওয়ালকেও দলের খেলায় খুশি দেখাল। বলে গেলেন, ভাল খেলেছে দল। দিমিত্রি গতবারের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। আগামী তিনদিনের মধ্যে আমরা ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করে ফেলব।’