রিচা-স্মৃতির লড়াই ব্যর্থ, হার ভারতের মেয়েদের!প্রথমবার এশিয়া কাপ জিতে ইতিহাসে শ্রীলঙ্কার মেয়েরা
ভারত: ১৬৫/৬ (স্মৃতি ৬০, রিচা ৩০, কভিশা ৩৬/২)
শ্রীলঙ্কা: ১৬৭/২ (চামারি ৬১, হর্ষিথা ৬৯, দীপ্তি ৩০/১)
৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কার মেয়েরা।
এশিয়া কাপে হার ভারতের মেয়েদের। শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা হতে পারল না টিম ইন্ডিয়া। রিচা ঘোষ, স্মৃতি মন্ধানার দাপুটে ব্যাটিং সত্ত্বেও হার মানতে হল ভারতকে। প্রথমবার এশিয়া কাপ জিতে ইতিহাসে শ্রীলঙ্কার মেয়েরা। হরমনপ্রীতরা ম্যাচ হারলেন ৮ উইকেটে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। গোটা টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ব্যাট করেছেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা। এদিন শেফালি ১৯ বলে ১৬ রান করে আউট হন। ৪৭ বলে ৬০ রানের ইনিংস সাজানো ছিল ১০টি চার দিয়ে। উমা ছেত্রী, হরমনপ্রীত কউর কেউই রান পাননি। জেমাইমা রড্রিগেজের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যান স্মৃতি। বাংলার মেয়ে ভারতের উইকেটকিপার রিচা ১৪ বলে ৩০ রান করেন। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার ইনিংস থামে ১৬৫ রানে।
রান তাড়া করতে নেমে শুরুতেই রানআউট গুণারত্নে। ক্রিজে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪৩ বলে ৬১ রান করেন। হর্ষিথা আর কভিশার ব্যাটেই জয়ে ফিরল শ্রীলঙ্কা। রেণুকা সিং, রাধা যাদবদের ব্যর্থতার মধ্যে একাধিক ক্যাচও পড়ল। ছয় মেরে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে হার ভারতের মেয়েদের।