October 11, 2024

‘সেক্স বেডরুমেই সীমাবদ্ধ থাকা উচিত’ “প্যারিস অলিম্পিকে ‘দ্য লাস্ট সাপার’ মারাত্মক যৌনতায় ক্ষুব্ধ কঙ্গনা

0

“প্যারিস অলিম্পিকে ‘দ্য লাস্ট সাপার’কে মারাত্মক যৌনতার মোড়কে পরিবেশন করা হয়েছে। বিশেষ করে, একটা শিশুকেও এই অতিনায়টকীয়তার অংশ করা হয়েছে। যার জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড়।

শুধু তাই নয়, একটি নগ্ন ব্যক্তিকে নীল রং মাখিয়ে জিশু হিসেবে দেখিয়ে খ্রিস্টান ধর্মকে উপহাস করেছে ওরা। এই দোষ সম্পূর্ণ বামপন্থীদের। অলিম্পিক ২০২৪-কে বামপন্থীরা পুরো নিজেদের মতো করে তুলে ধরেছে। ছিঃ লজ্জার!” কঙ্গনার অভিযোগ, ২০২৪ অলিম্পিক সমকামিতার প্রদর্শন ছাড়া কিছুই নয়!

এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যাঁর সারা শরীরে নীল রঙে রঞ্জিত। কেবল ফুল ও ফলের একটি স্ট্রিং দিয়ে মাথা ও কোমর ঢাকা। দেখানো হয়েছে, এখানে তিনি যেন ‘লাস্ট সাপারে’ পরিবেশিত খাদ্য। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভের সঞ্চার হয়েছে। বহু নেটিজেনই একে ক্যাথলিক খ্রিস্টানদের অপমান বলে দাবি করেছেন। যদিও অলিম্পিক কমিটির দাবি, এটি জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই ‘লাস্ট সাপার’-এর একটি ব্যঙ্গাত্মক সংস্করণ। মানুষে মানুষে হিংসার প্রতীক হিসেবেই ওই নীল রঙের মানুষটিকে ‘খাদ্য’ হিসেবে দেখানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed