February 18, 2025

রবিবার সাতসকালে শহরে পৌঁছলেন হোসে মলিনা, দুপুরে ঘুরে দেখলেন ক্লাব তাঁবু ও মাঠ, খুশি সবুজ মেরুন কোচ

0
Hose Molina

শহরে মোহনবাগানের সিনিয়র দলের নয়া কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। সোমবার মোহনবাগান দিবস। ২৯ জুলাই থেকেই ক্লাবের মাঠে সিনিয়র দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।


রবিবার সকাল ৮.১৫ নাগাদ কলকাতা পৌঁছন মলিনা। কোচকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় সমর্থকদের। মলিনাকে মালা, পুষ্পস্তবক, উত্তরীয় দিয়ে স্বাগত জানান সমর্থকরা।

শনিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজকে হারিয়েছে মোহনবাগান। দায়িত্বে ছিলেন সহকারী কোচ বাস্তব রায়। সবুজ মেরুনের পরের ম্যাচ ৭ আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে।

দলের বাকি ফুটবলাররাও চলে আসছেন। দলের ভারতীয় স্কোয়াডকেও পরখ করে নিতে পারবেন।

কলকাতায় আসছেন জেমি ম্যাকলারেনও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed