ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস, ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হবে সৌরভ গাঙ্গুলিকে
প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখবার প্রয়াস নেওয়া হয়েছে। সকালে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন। সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম। ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গল ক্লাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হবে প্রাক্তন ফুটবলার শ্রী রঞ্জিত মুখার্জিকে। ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ হবেন প্রাক্তন ফুটবলার ও অধিনায়ক শ্রী প্রশান্ত ব্যানার্জি। অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত হবেন রাজদীপ সরদেশাই। পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত হবেন শ্রী সরোজ চক্রবর্তী। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত হবেন শ্রী সুকৃতি কুমার দত্ত। প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী জয়ন্ত ব্যানার্জিকে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত হবেন নন্দকুমার সেকার। জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মানে সম্মানিত করা হবে গোলরক্ষক প্রভুসুকন সিং গিল কে। গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মানে সম্মানিত করা হবে সাত্যকি দত্তকে। স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত হবেন শ্রী মুকুল গাঙ্গুলি ও শ্রী গনেশ দাস। ‘দ্যা মেকার অফ এ চ্যাম্পিয়ন’ সম্মানে সম্মানিত হবেন ইমরান আজিজ মির্জা।‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত হবেন কার্লেস কুয়াদ্রাত। ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত হবেন মহম্মদ সামি।