February 17, 2025

রবিবার জোড়া পদকের হাতছানি ভারতের, অলিম্পিক্সের দ্বিতীয় দিনই তিরন্দাজি ও শুটিংয়ে পদক আনতে পারেন মহিলারা

0
Paris Olympics

অলিম্পিক্সের দ্বিতীয় দিনই পদক জিততে পারে ভারত। তিরন্দাজি ও শুটিংয়ে পদক আনতে পারেন ভারতের মহিলারা। তিরন্দাজিতে মহিলাদের দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর। শুটিংয়ে মনু ভাকের। ২৬ জুলাই অলিম্পিক্সের উদ্বোধন হলেও কিছু প্রতিযোগিতা আগে থেকে শুরু হয়ে গিয়েছে। তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। দীপিকা, অঙ্কিতা ও ভজনের দল চতুর্থ স্থানে শেষ করে। তিন মহিলা তিরন্দাজ মোট ১৯৮৩ স্কোর করেন। অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ স্কোর করেন। ভজনের স্কোর ৬৫৯। দীপিকার ৬৫৮ স্কোর। এই বিভাগে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা স্কোর করে ২০৪৬। দ্বিতীয় স্থানে চিন ১৯৯৬ স্কোরে। তিন নম্বরে মেক্সিকোর স্কোর করে ১৯৮৬। মাত্র ৩ স্কোরের জন্য চতুর্থ স্থানে ভারত। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ কম স্কোর করে ভারত।

চতুর্থ স্থানে শেষ করায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ দল এখনও ঠিক হয়নি। ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে তারা। শুক্রবার বিকাল পৌনে ৬টা থেকে শুরু ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে উঠবেন দীপিকারা। সেই ম্যাচ হতে পারে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। সন্ধ্যা ৭টা ১৭ মিনিট থেকে শুরু সেমিফাইনাল। ভারতের মহিলারা যদি সেমিফাইনাল জেতে তা হলে সোনা জেতার লড়াইয়ে নামবে। সেই ম্যাচ সন্ধায় ৮টা ৪১ মিনিট থেকে শুরু। আর যদি ভারত সেমিফাইনালে হেরে যায়, তা হলে ব্রোঞ্জ জেতার লড়াইয়ের ম্যাচ হবে সন্ধ্যা ৮টা ১৭ মিনিট থেকে।

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্টল বিভাগের ফাইনালে মনু। যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করেন। যোগ্যতা অর্জন পর্বে ৫৮০ স্কোর করেন মনু। ২৭ বার বুলস আই মারেন ভারতের মহিলা শুটার। প্রথম স্থানে শেষ করেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর ৫৮২। কোরিয়ার ইয়ে জিন হো একই স্কোর করে দ্বিতীয় স্থানে। কম বুলস মারায় তিনি দ্বিতীয় স্থানে। মাত্র দু’অঙ্কের জন্য তৃতীয় স্থানে শেষ করেন মনু। যোগ্যতা অর্জন পর্বে সকলের চেয়ে বেশি বুলস মেরেছেন তিনি। মনুর ইভেন্টে মোট ছ’টি সিরিজ় হয়। প্রতিটি সিরিজ়ে ১০ বার করে শট মারার সুযোগ থাকে। মোট ৬০০ স্কোর করা যায়। তৃতীয় সিরিজে মনু ৯৮ স্কোর সর্বোচ্চ। রবিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনাল। সেখানে মনু হাত ধরেই এ বারের অলিম্পিক্সে ভারতের প্রথম পদক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed