ডুরান্ডের জন্য ইস্টবেঙ্গলের ২৫ জনের দল ঘোষণা, কুয়াদ্রাত উঠতি প্রতিভাদের নিয়েছেন সিনিয়র দলে
১৩৩তম ডুরান্ড কাপ।সোমবার যুবভারতীতে ইন্ডিয়ান এয়ারফোর্সের মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল। সিনিয়র দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। ডুরান্ড কাপে শক্তিশালী দল নামাবে লাল হলুদ। ২৫ জনের দল ঘোষণা। নতুন সই করানো বিদেশীরা রয়েছেন। কলকাতা লিগে খেলা তরুণ মুখও।
ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলের খেলা দেখে কুয়াদ্রাত উঠতি প্রতিভাদের নিয়েছেন সিনিয়র দলে। গোলকিপারে প্রভসুখন গিলের পাশাপাশি রয়েছেন দেবজিৎ। ডিফেন্সে হিজাজি মাহের, লালচুননু্ঙ্গার পাশাপাশি স্কোয়াডে থাকছেন মনোতোষ চাকলাদার, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো ছাড়া থাকছেন নতুন যোগ দেওয়া জিকসন, মেহেদি তালাল, পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, নাওরেম মহেশ। ফরোয়ার্ডে দিয়ামানতাকোস, ডেভিড, ক্লেইটন, জেসিন টিকে।
ইস্টবেঙ্গল দল:
গোলকিপার: প্রভসুখন গিল, দেবজিৎ মজুমদার, আদিত্য পাত্র
ডিফেন্স: হিজাজি মাহের, লালচুননু্ঙ্গা, গুরসিমরাত, মনোতোষ চাকলাদার, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা
মিডফল্ডার: সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, জিকসন, মেহেদি তালাল, তন্ম. দাস, পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, আমন সিকে, নাওরেম মহেশ, নান্ধাকুমার, শ্যামল বাসরা।
ফরোয়ার্ড: ডেভিড, দিমিত্রি ডিয়ামানতাকোস, ক্লেইটন সিলভা, জেসিন টিকে