October 3, 2024

হেলিকপ্টার শো-‌ফেন্সিং ডান্সে ঢাকে কাঠি ডুরান্ডের,সুহেলের গোলে জয় দিয়ে ডুরান্ড শুরু মোহনবাগানের

0

মোহনবাগান – ১ (সুহেল)
ডাউনটাউন হিরোজ – ০

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ডুরান্ডের। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ভারতীয় সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। ডুরান্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কাশ্মীরের ডাউনটাউন হিরোজ। জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় হেলিকপ্টার শো দিয়ে। যুবভারতীর আকাশে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকদের হেলিকপ্টার শো। দেশের প্রত্যেকটি রাজ্যের প্রতীকে নৃত্য প্রদর্শন করেন শিল্পীরা। নাচের মাধ্যমে ফেন্সিং খেলা। নৃত্যশিল্পীদের প্যারেড। ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বারের মত এবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানায় ডুরান্ড কর্তৃপক্ষ। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আগেই জানিয়েছিলেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে থাকবেন মুখ্যমন্ত্রী। দুপুর নাগাদ দিল্লি থেকে ফিরেও আসেন মমতা। তখনই জল্পনা শুরু হয় ডুরান্ডের উদ্বোধন করবেন মমতাই। স্টেডিয়ামের গেটে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। শেষে অবশ্য আসেননি মমতা। ডুরান্ডের উদ্বোধন করেন অরূপ বিশ্বাসেই।

সুহেল ভাটের গোল। যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ডাউনটাউন হিরোজ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারাল মোহনবাগান। ম্যাচের ৭৩ মিনিটে জয়সূচক গোল করেন সুহেল ভাট। আশিস রাইয়ের মাইনাস থেকে বাঁ পায়ের আলতো টোকায় গোল কাশ্মীরের ভূমিপুত্রের। অভিজ্ঞতার অভাবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি হিলালের দল ডাউনটাউন। গ্যালারি প্রায় ফাঁকা। সুহেল, টাইসন, অভিষেকদের খেলা দেখতে সপ্তাহান্তের যুবভারতীতে মোহনবাগানের প্রথম ম্যাচ কার্যত দর্শকশূন্য। গতবারের চ্যাম্পিয়ন দলের সবুজ মেরুন জার্সিতে হাতেখড়ি টম অ্যালড্রেডের। প্রথম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও পান। জিতলেও মোহনবাগানের ফুটবল চিন্তায় রাখবে বাস্তব রায়কে। আক্রমণ থেকে রক্ষণ, সবই ভুলে ভরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলা।‌ ম্যাচের সেরা কাশ্মীরের স্ট্রাইকার। ম্যাচের ১৪ মিনিটে প্রথম সুযোগ বাগানের। টাইসনের ফ্রিকিক ক্রসপিসে লাগে। ম্যাচের ২৯ মিনিটে ফাঁকা গোল পেয়ে মিস করেন সুহেল। গোলের চান্স পায় ডাউনটাউন ম্যাচের ৩৪ মিনিটে রাজ বাসফোরকে কাটিয়ে বাইরে মারেন লাইবেরিয়ান ডারিয়াস স্নরটন। প্রথমার্ধের অন্তিমলগ্নে মহম্মদ রেহবেরের শট প্রতিহত হয়। মোহনবাগানের পরের ম্যাচ ৮ আগস্ট ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। কোচের হটসিটে বসবেন স্প্যানিয়ার্ড হোসে মোলিনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed