October 5, 2024

মেরে মুখ ফাটিয়ে দিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের!নিরাপত্তারক্ষীদের মারে আহত সুশান্তকুমার বালা

0

আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। নিরাপত্তাকর্মীরই মারে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ ফেটে রক্ত ঝরতে থাকে। কল্যাণীর গান্ধী হাসপাতালের ঘটনা। আটক দুই। হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্তকুমার বালা। চিকিৎসাধীন ভাইকে হাসপাতালের ভিতরে খাবার নিয়ে যাওয়া নিয়ে বচসা নিরাপত্তারক্ষীর সঙ্গে। আটক দুই নিরাপত্তারক্ষী। নদিয়ায় কল্যাণী হার্ট স্পেশ্যালিটি গান্ধী হাসপাতালে ঘটনাটি ঘটেছে।

উত্তর ২৪ পরগনার বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্তকুমার বালার আদি বাড়ি নদিয়ার তেহট্টে। শুক্রবার সুশান্তের ভাই উকিল বালাকে হাসপাতালে ভর্তি করানোর পর শনিবার সকালে অসুস্থ যুবককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পরিবারের লোকেরা। অভিযোগ, ভিতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তাঁরা। বচসা বাধে নিরাপত্তারক্ষীদের সঙ্গে। সেই সময়েই সুশান্তের আর এক ভাইকে হাসপাতালের নিরাপত্তারক্ষী-সহ কয়েক জন মিলে কর্মীরা মারধর করেন। ভাইকে বাঁচাতে সুশান্ত এগিয়ে গেলে, তাঁকেও মারধর করা হয় হলে অভিযোগ। মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed