মোহনবাগান দিবস পালন করছেন সৃঞ্জয় বোস? সামনে নির্বাচন, ২৮ এবং ২৯ জুলাই দুদিনই কর্মসূচি রয়েছে টুম্পাইয়ের
চূড়ান্ত প্রস্তুতি মোহনবাগান ক্লাবে। কারণ ২৯ জুলাই মোহনবাগান দিবস। বিশেষ দিনটির সকাল থেকেই একাধিক কর্মসূচি রয়েছে ক্লাবে। ২৯ জুলাই থেকেই অনুশীলন শুরু মোহনবাগানের সিনিয়র টিমের। কোচ হোসে মলিনা এবং বাকি ফুটবলাররা তার আগেই চলে আসছেন কলকাতায়। ২৯ জুলাই ঘিরে উন্মাদনা ছড়িয়েছে সমর্থকদের মধ্যেও। কিন্তু তার মধ্যেও আলাদা করে মোহনবাগান দিবস পালন করছেন সৃঞ্জয় বোস। ২৮ জুলাই এবং ২৯ জুলাই দুদিন আলাদা আলাদা কর্মসূচি রয়েছে টুম্পাইয়ের। সূত্রের খবর, আগামী বছর মোহনবাগান ক্লাবে নির্বাচন রয়েছে। সে কারণে এই বছর থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি। মোহনবাগান দিবস পালন করাও সেই কর্মসূচির এক পদক্ষেপ। ২৮ জুলাই রবিবার প্রভাত ফেরি দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হবে সৃঞ্জয় বোসের। মোহনবাগান ফ্যান ক্লাব গুলির উদ্যোগে আয়োজিত একাধিক রক্তদান শিবিরেও উপস্থিত থাকবেন। ২৯ জুলাই একাধিক ক্লাবকে ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, পাশাপাশি রক্তদান শিবিরেও।
আনোয়ার আলিকে নিয়ে বিতর্কের জল গড়াবে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি পর্যন্ত। এরই মাঝে ডুরান্ড কাপের জন্য মোহনবাগান নথিভুক্ত করাল আনোয়ারকে। শনিবার ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ বাগানের। তার আগের দিনই আনোয়ারের রেজিস্ট্রেশন করানো হল। সোমবার থেকে সিনিয়র দলের প্রাকটিস শুরু। ১৯ জুলাই রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিতে বলা হলেও প্র্যাকটিসে যোগ দেননি আনোয়ার। যার ফলে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। কলকাতা লিগের জঘন্য পারফরম্যান্স ভুলে ডুরান্ডে ভাল শুরু করতে চায় মোহনবাগান। এখনও শহরে আসেননি হোসে মোলিনা। রবিবার আসবেন বাগানের নতুন কোচ। প্রথম ম্যাচে দায়িত্বে তাঁর ডেপুটি বাস্তব রায়। এক বিদেশি টম অ্যালড্রেডকে নিয়েই দল সাজাচ্ছেন। শহরে পা রেখেই বিকেলে দলের সঙ্গে অনুশীলনে নেমে পুরোদমে প্র্যাকটিস করলেন। অনুশীলনে যোগ দেন ধীরাজ সিংও। দু’জনেই শনিবার আঠারো জনের দলে থাকবেন। সিনিয়র দল থেকে থাকছেন আশিস রাই, গ্লেন মার্টিন্স, সুমিত রাঠি। কলকাতা লিগে শুরুটা খুবই খারাপ করেছে বাগান। সেই ব্যর্থতা ভুলে ডুরান্ডে ফোকাস করাই লক্ষ্য বাস্তব রায়ের। তবে অচেনা প্রতিপক্ষ কিছুটা চাপে রাখছেন বাগানের কোচকে। বাস্তব রায় বলেন, ‘কলকাতা লিগে আমাদের শুরুটা ভাল হয়নি। সেটা মন থেকে ঝেড়ে ফেলে ডুরান্ড কাপের শুরুটা ভাল করতে হবে। অচেনা প্রতিপক্ষ। ওদের সম্বন্ধে বিশেষ কিছু জানি না। শুনেছি দুটো বিদেশি নিয়ে এসেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’ দুই বিদেশি নিয়ে এসেছে কাশ্মীরের ক্লাব। দলের ফুটবলারদের গড় উচ্চতা ভাল। ঘরোয়া লিগের ব্যর্থতা ভুলে ডুরান্ডে প্রত্যাবর্তনের খোঁজে গতবারের চ্যাম্পিয়নরা।