October 3, 2024

কলকাতা লিগের দ্বিতীয় পর্ব, সূচি প্রকাশ আইএফএ-র, ঘরের মাঠে খেলবে মোহনবাগান

0

লিগের দ্বিতীয় পর্বের সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছে আইএফএ। ১১ আগস্ট জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মোহনবাগান মাঠে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। ৩০ জুলাই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে তাদের ম্যাচ নৈহাটিতে। ২ আগস্ট বারাকপুরে মোহনবাগান খেলবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ৫ আগস্ট ফের নৈহাটিতেই সবুজ-মেরুনের প্রতিপক্ষ ইস্টার্ন রেল। মাঠের কাজ চলায় এতদিন সব ম্যাচ বাইরের মাঠে খেলেছে মোহনবাগান।

লিগের দ্বিতীয় পর্ব নৈহাটিতে শুরু করবে মহমেডানও, ৪ আগস্ট ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে। বিএসএস (১০ আগস্ট), এরিয়ান (১৯ আগস্ট), সুরুচি সংঘ (২২ আগস্ট) এবং মেসারার্স ক্লাবের (২৫ আগস্ট) বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সাদা-কালো শিবির। ইস্টবেঙ্গল অবশ্য এই পর্বে সব ম্যাচই ঘরের মাঠে খেলবে। নেক্সট জেন কাপ খেলতে শুক্রবার লন্ডন যাচ্ছে লাল-হলুদ। স্কোয়াডের একঝাঁক ফুটবলার লিগের দলে খেলছেন। দ্বিতীয় পর্বের শুরুটা একটু দেরিতেই করবে ইস্টবেঙ্গল। ৯ আগস্ট ইস্টার্ন রেল ম্যাচ দিয়ে লিগে ফিরছে লালহলুদ বাহিনী।

লিগের সূচি:
মোহনবাগান
টালিগঞ্জ অগ্রগামী (৩০ জুলাই), কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন (২ আগস্ট), ইস্টার্ন রেল (৫ আগস্ট), কাস্টমস (১৪ আগস্ট), রেলওয়ে এফসি (২৩ আগস্ট), পুলিশ এসি (২৭ আগস্ট)।
ইস্টবেঙ্গল
ইস্টার্ন রেল (৯ আগস্ট), ভবানীপুর (১২ আগস্ট), কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন (১৭ আগস্ট), রেনবো এসি (২০ আগস্ট), পিয়ারলেস (২৪ আগস্ট), কলকাতা পুলিশ (২৮ আগস্ট)।
মহমেডান
ডায়মন্ডহারবার এফসি (৪ আগস্ট), বিএসএস (১০ আগস্ট), এরিয়ান (১৯ আগস্ট), সুরুচি সংঘ (২২ আগস্ট), মেসারার্স ক্লাব (২৫ আগস্ট)।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed