October 7, 2024

প্যারিস অলিম্পিকে ভারতের ১১৭ জনের দলে নতুন ৭২, ‘বিশ্বমঞ্চে ভারতের প্রভাবের স্বীকৃতি’, ফের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত নীতা আম্বানি

0

আইওসি সদস‌্য হিসেবে আবার নির্বাচিত নীতা আম্বানি। একশো শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ঘোষণায় প্যারিসে অনুষ্ঠিত ১৪২তম আইওসি অধিবেশনে ১০০% ভোটে সর্বসম্মতিক্রমে জয়ী নীতা। নীতা আম্বানি ২০১৬ সালে রিও ডি জেনেইরো অলিম্পিক গেমসে প্রথম আইওসি সদস্য হিসাবে যোগদান করেন। তার পর থেকে টানা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসাবে নির্বাচিত। আইওসিতে নির্বাচিত প্রথম ভারতীয় মহিলা সদস্য। নীতা আম্বানি খেলাধুলোয় উৎসাহী। রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশে অলিম্পিক স্পোর্টসে উৎসাহ দিচ্ছেন। দেশে ফুটবলের উন্নতিতেও কাজ করেছেন। আইওসি সদস্য হিসাবেও নীতা সফল। তাঁর উদ্যোগেই ২০২৩ সালের অক্টোবর মাসে প্রায় ৪০ বছর পরে প্রথম মুম্বইয়ে আয়োজিত হয়েছিল আইওসি অধিবেশন৷ ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির নেপথ্যেও নীতার অবদান রয়েছে। নীতা বলেন, ‘‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস‌্য হিসেবে আবার নির্বাচিত হতে পেরে, আমি গর্বিত। পুনরায় নির্বাচিত হওয়া শুধুমাত্র আমার ব‌্যক্তিগত মাইলফলক নয়। বিশ্বমঞ্চে ভারতের প্রভাব যে বাড়ছে, এটা তার প্রমাণ। তাই আমি এই গর্বের মুহূর্ত প্রতিটি ভারতবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই। এটুকু বলতে পারি, ভারতবর্ষে অলিম্পিক জাগরণের যে কাজ শুরু হয়েছে, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি।’’

প্যারিসে ১১৭ জন অংশগ্রহন করছেন ভারতের হয়ে। ৭২ জন প্রথম অলিম্পিকে নামবেন। পুরনোদের মধ্যে নীরজ চোপড়া, লভলিনারা যেমন আছেন, নতুনদের মধ্যে পদক তালিকার সম্ভাবনায় প্রথমেই ব্যাডমিন্টন তারকা এইচ এস প্রণয়, ৩২ বছর বয়সে প্রথমবার অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকা। সিঙ্গলসে পাঁচটি বিশ্ব খেতাব তাঁর দখলে। বিশ্বে প্রথম দশে থাকা তারকাদের বিরুদ্ধে ১৯ বার জিতেছেন। অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে প্রণয় রয়েছেন ১৩ তম বাছাই। সহজ গ্রুপে থাকা প্রণয়ের আসল লড়াই শুরু হবে নকআউটে।

নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো)‌:‌ টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। দেশকে ব্যক্তিগত ইভেন্টে সোনা এনে দিয়েছিলেন। এ বারের অলিম্পিক্সে নীরজ সোনা ধরে রাখতে মরিয়া। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ডায়মন্ড লিগেও সোনা জিতেছেন নীরজ। ৯০ মিটার দূরত্ব পার হয়নি নীরজের। পাভো নুরমি গেমসে সোনা জিতেছিলেন। দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েছিলেন। দেশের মাটিতে ফেডারেশন কাপ জিতেছিলেন। নীরজকে নিয়ে আশায় ভারত। ছেলেদের জ্যাভলিন প্রতিযোগিতা ৬ আগস্ট যোগ্যতা অর্জন পর্ব। ৮ আগস্ট ফাইনাল।

সাত্ত্বিকসাইরাজ রেঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (ব্যাডমিন্টন)‌:‌ ভারতীয় ব্যাডমিন্টনের এই জুটিই এখন বিশ্বের এক নম্বর। ব্যাডমিন্টনে ডাবলসে পদক জয়ের আশায় ভারত। বছরের শুরুতে মালয়েশিয়া ওপেন এবং ইন্ডিয়ান ওপেনে হেরে যান সাত্ত্বিকেরা। ব্যাডমিন্টনের ফরাসি ওপেন এবং তাইল্যান্ড ওপেনে জেতেন। ফর্মে রয়েছেন। প্যারিসের তাঁদের হাত ধরে পদকের আশা দেখতে পারে ভারত। তবে সাত্ত্বিকের কাঁধে চোট লেগেছিল। সুস্থ থাকলে অলিম্পিক্সে পদক দেখা যেতেই পারে। ২৭ জুলাই থেকে শুরু হবে ছেলেদের ব্যাডমিন্টনের ডাবলস ইভেন্ট। ফাইনাল ৪ আগস্ট।

অন্তিম পাঙ্ঘল (কুস্তি)‌:‌ কুস্তিতে মেয়েদের ৫৩ কেজি বিভাগে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে সোনা এবং গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন অন্তিম। অলিম্পিক্সে তাঁর ইভেন্টে চতুর্থ বাছাই অন্তিম। ফলে টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী কিয়ানু পং, দু’বারের বিশ্বজয়ী আকারি ফুজিনামি এবং দু’বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এমা মালগ্রেনের বিরুদ্ধে শুরুর দিকে খেলতে হবে না। ফলে পদক জয়ের সম্ভাবনা অন্তিমের খুবই উজ্জ্বল। প্রথম বার অলিম্পিক্সে খেলতে নামা অন্তিমকে ধারাবাহিকতা দেখাতে হবে। ৭ আগস্ট মেয়েদের ৫৩ কেজি বিভাগের কুস্তি ইভেন্ট রয়েছে। ফাইনাল ৮ আগস্ট।

লক্ষ্য সেন (ব্যাডমিন্টন) ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। ২০১৮ সালে বিশ্ব যুব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। ২০২২ সালে এশিয়ান গেমসে দলগত বিভাগে রুপো জিতেছিলেন তিনি। কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন লক্ষ্য। যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন তিনি। প্যারিস অলিম্পিক্সেও পদকজয়ের আশায় লক্ষ্য। ২৭ জুলাই থেকে শুরু ছেলেদের সিঙ্গলস। ৫ আগস্ট ফাইনাল।

মীরাবাই চানু (ভারোত্তোলন) টোকিয়ো অলিম্পিক্সে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাই। ২০১৭ সালে সোনা জিতেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। মণিপুরের এই মহিলা ভারোত্তোলোক এ বারের প্যারিস অলিম্পিক্সে পদকের অন্যতম দাবিদার। কোমর, পা এবং কব্জির চোট যদি তাঁকে না ভোগায় তা হলে সুযোগ রয়েছে এ বারেও পদক জেতার। মেয়েদের ভারোত্তোলন ইভেন্টে তিনি অন্যতম অভিজ্ঞ। ৭ আগস্ট ৪৯ কেজি বিভাগে মেয়েদের ভারোত্তোলন ইভেন্ট।

ছেলেদের হকি দল অলিম্পিক্সে আট বার সোনা জিতেছে ভারতের হকি দল। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল। প্যারিস অলিম্পিক্সে পুল বি-তে রয়েছে ভারত। খেলতে হবে গত বারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে। সঙ্গে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউ জ়িল্যান্ড এবং আয়ারল্যান্ড রয়েছে। নক আউটে যাবে চারটি দল। ভারতের কাছে অবশ্যই সুযোগ রয়েছে পদক জেতার। গ্রুপ পর্বে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে হকি দলকে। ২৭ জুলাই থেকে শুরু ছেলেদের হকি ম্যাচ। ভারত প্রথম দিনই খেলতে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফাইনাল ৮ অগস্ট।

নিখাত জারিন (বক্সিং) বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন জারিন। ২০২২ সালের সোনা জিতেছিলেন তিনি। পর পর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন জারিন। ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র দু’বার হেরেছেন জারিন। ৫০ কেজি বিভাগে বক্সিং করেন ভারতের এই মহিলা বক্সার। ফর্মে রয়েছেন। ২০২২ সালের এশিয়ান গেমসে যদিও তাঁকে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। সেমিফাইনালে সকলকে অবাক করে হেরে গিয়েছিলেন তাইল্যান্ডের রক্ষত ছুতামতের বিরুদ্ধে। ২০২২ সালে কমনওয়েলথ গেমসে যদিও সোনা জিতেছিলেন জারিন। এ বার সুযোগ প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের। মেয়েদের ৫০ কেজি বিভাগের বক্সিং ইভেন্ট শুরু ২৮ জুলাই। ফাইনাল ১০ আগস্ট।

ধীরাজ বোম্মাদেবারা (‌তীরন্দাজি)‌:‌ চলতি বছর স্বপ্নের ফর্মে আছেন এই তীরন্দাজ। তীরন্দাজি বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে চারটি সোনা ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। টোকিও অলিম্পিকে একটুর জন্য তিনি যোগ্যতাঅর্জন করতে পারেননি।

জ্যোতি ইয়ারাজি (‌অ্যাথলেটিক্স)‌:‌ ১০০ মিটার হার্ডলসে নিজের রেকর্ড ক্রমাগত ভেঙেছেন তিনি। আপাতত নতুন রেকর্ড ১২.‌৭৮ সেকেন্ড। ২০২৩ সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১২.‌৭৮ সেকেন্ড সময় করেছিলেন তিনি। মাত্র ০.‌০১ সেকেন্ড সময় কম ছিল প্যারিস অলিম্পিকে যোগ্যতাঅর্জনের। তিনি প্যারিস যাওয়ার টিকিট পান ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের সূত্রে। ২০২৩ সালে এশিয়ান গেমসে রুপো পেয়েছিলেন জ্যোতি। তারপর থেকেই স্বপ্ন বাড়তে শুরু করেছে দেশের অ্যাথলেটিক্স মহলে।

লভলিনা বরগোহাঁই (‌বক্সিং)‌:‌ অলিম্পিকে সেরা ফল- ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ। ২০২৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী। ২০২৩ এশিয়ান গেমসে রুপো। অলিম্পিকের মঞ্চ থেকে ভারতকে পদক এনে দেওয়া তৃতীয় বক্সার তিনি। তবুও মেরি কম আর নিখাত জারিনের তারকা দ্যুতির সামনে বারবার ফিকে হয়ে যান। তবে এবার ভারতের পদক সম্ভাবনার তালিকায় উপরের দিকেই জ্বলজ্বল করছে তাঁর নাম- লভলিনা বরগোহাঁই। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার এবার পদকের রং বদলে নেওয়ার লক্ষ্য নিয়ে নামবেন প্যারিসে। মেরি কমের উত্তরসূরি হিসাবে নিখাত জারিনের নাম নিয়ে হইচইয়ের মধ্যেই ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন অসমের মেয়ে লভলিনা।

মনু ভাকের (শুটিং) ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন মনু। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে তিনিই ভারতের সবচেয়ে সফল শুটার। মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে তিনি নামবেন ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিস্তল বিভাগে। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড দলগত বিভাগেও খেলবেন মনু। শুটিংয়ে একাধিক ইভেন্টে খেলবেন একমাত্র তিনিই। টোকিয়ো অলিম্পিক্সে তিনি গিয়েছিলেন এক নম্বর হিসাবে। কিন্তু ফাইনালে উঠতে পারেননি। প্যারিসে তাই মনুর কাছে পরীক্ষা অবশ্যই বড় প্রতিযোগিতার চাপ সামলানো। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগ শুরু ২৬ জুলাই। ফাইনাল ২৮ জুলাই। ২৫ মিটার পিস্তল বিভাগ শুরু ১ অগস্ট থেকে। ফাইনাল ৩ অগস্ট। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্ট শুরু ২৮ জুলাই। ফাইনাল ৩০ জুলাই।

অমন সেহরাওয়াত (কুস্তি) এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন অমন। এশিয়া গেমসে ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন। প্যারিস অলিম্পিক্সে তিনিই ভারতের একমাত্র পুরুষ কুস্তিগির। ২০ বছর বয়সি তরুণ অমন ২০২২ সালে অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। গত দু’বছরে ফর্মে রয়েছেন অমন। এ বারের প্যারিস অলিম্পিক্সে ষষ্ঠ বাছাইকে লড়তে হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী আরসেন হারুতিউনিয়ানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। ৮ আগস্ট থেকে শুরু ৫৭ কেজি বিভাগে পুরুষদের কুস্তি। ফাইনাল ৯ আগস্ট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed