October 11, 2024

তিরন্দাজিতে জোড়া সাফল্য, অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ভারতের ছেলেমেয়েরা

0

একই দিনে জোড়া সাফল্য ভারতের। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আর্চারিতে স্বপ্ন দেখাতে শুরু করেছে। প্রথমে মেয়েরা যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থান পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিল। প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই তিরন্দাজিতে সাফল্য পেল ভারত। যোগ্যতা অর্জন পর্ব থেকে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে নামবেন।তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। দলগত বিভাগে দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন তিন জন। অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজনের স্কোর ৬৫৯। দীপিকার স্কোর ৬৫৮। এদিকে, এই বিভাগে প্রথম স্থানে শেষ করেছে দক্ষিণ কোরিয়া। তাদের স্কোর ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে চীন। স্কোর ১৯৯৬ পয়েন্ট। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। স্কোর ১৯৮৬। মাত্র ৩ পয়েন্টের জন্য চতুর্থ স্থানে থামতে হয় দীপিকাদের। র‌্যাঙ্কিং রাউন্ডে অলিম্পিক রেকর্ড করে এদিন দক্ষিণ কোরিয়া। মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। জিতলে দীপিকা, অঙ্কিতারা সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন। আর তিন নম্বরে শেষ করতে পারলে সেমিফাইনালে খেলতে হবে চীনের বিরুদ্ধে। ব্যক্তিগত বিভাগে ভারতের মহিলা তিরন্দাজরা ভাল ফল করতে পারেননি।

ধীরজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবের দল তৃতীয় স্থান পেয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর করেছেন ধীরজ। ৬৮১ পয়েন্ট নিয়ে ব্যক্তিগত পর্যায়ে চতুর্থ স্থানে শেষ করেন। ৬৭৪ পয়েন্ট নিয়ে তরুণদীপের স্থান ১৪। খারাপ র‍্যাঙ্কিং প্রবীণ ৬৫৮ পয়েন্ট নিয়ে শেষ করেছেন ৩৯তম স্থানে। সব রাউন্ড মিলিয়ে ভারতের স্কোর ২০১৩। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের স্কোর ২০২৫। আর মেয়েদের মতো এখানেও শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। তাদের পয়েন্ট ২০৪৯। চার নম্বরে থাকা চিনের পয়েন্ট ১৯৯৮। যোগ্যতা অর্জন পর্বের প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পায়। চতুর্থ স্থানে শেষ করে আগেই ভারতের মেয়েরা শেষ আটের টিকিট পেয়ে গিয়েছিল। সেই দলে ছিলেন অঙ্কিতা ভকত, ভজন কউর এবং দীপিকা কুমারী। এবার হতাশ করলেন না ছেলেরাও। সব মিলিয়ে গোটা দিনটাই স্পেশাল হয়ে রইল তিরন্দাজদের জন্য। তবে মিক্সড ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেছে ধীরজ আর অঙ্কিতার জুটি। সেখানে ধীরজের স্কোর ৬৮১ পয়েন্ট। অঙ্কিতা পয়েন্ট ৬৬৬। দুজনে মিলে ১৩৪৭ স্কোর করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed