October 3, 2024

প্রশ্নের মুখে অলিম্পিক ফুটবল!‌ ৯০ মিনিটের ম্যাচে কেন ১৬ মিনিটের সংযুক্ত সময়?‌

0

৯০ মিনিটের ম্যাচে কেন ১৬ মিনিটের সংযুক্ত সময় দেওয়া হল? তার পর দুঘণ্টা পরে কেন আবার খেলানো হল ম্যাচ, তাও আবার এক মিনিটের জন্য? অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। ফুটবলে আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচ ঘিরে চলল ‘নাটক’। ৯০ মিনিটের ফুটবল ম্যাচ সাড়ে চার ঘণ্টায়। বিরতিই ছিল প্রায় দু ঘণ্টার বেশি সময়। দর্শকদের অশান্তির মাঝে গোল বাতিল, সবমিলিয়ে তুমুল উত্তেজনা দেখা গেল গ্রুপ পর্বের ম্যাচে। স্তম্ভিত লিওনেল মেসিও। অলিম্পিকে নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং মরক্কো। খেলার শুরু থেকেই বিপক্ষকে বারবার চাপের মধ্যে ফেলছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। মরক্কোর আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রহিমির গোলে এগিয়ে যায় মরক্কো। হাফটাইমের পরে তিনিই ফের গোল করে দলকে ২-০ এগিয়ে দেন।

৬৮ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন জিউলিয়ানো সিমিয়নে। ৯০ মিনিট পর্যন্ত চেষ্টা করলেও গোলের জালে আর বল জড়াতে পারেননি লা অ্যালবিসলেস্তেরা। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যান। রেফারির সিদ্ধান্তেই ক্ষিপ্ত মরক্কো সমর্থকরা। কারণ ২-১ গোলে এগিয়ে ছিল মরক্কো। নির্ধারিত সময়ের শেষে রেফারি ১৬ মিনিট পর্যন্ত সংযুক্ত সময়ে টেনে নিয়ে যান উত্তেজক ম্যাচ। ১০৬ মিনিটে গিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন মেদিনা। ধৈর্য্যের বাঁধ ভেঙে মাঠে নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মরক্কোর সমর্থকরা। পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফাঁকা মাঠে ফের খেলতে নামে দুই দল। তবে বল গড়ানোর সঙ্গে সঙ্গেই ১০৬ মিনিটে করা মেদিনার গোল ভার দেখে বাতিল করে দেন রেফারি। তার মিনিট খানেক পরেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি। ২-১ ফলে ম্যাচ শেষ হয়। গোটা ঘটনায় স্তম্ভিত ফুটবলবিশ্ব। খেলার ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মেসি লেখেন, “অবিশ্বাস্য”।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed