January 17, 2025

সবুজ মেরুনে সই ধীরজের, মোহনবাগানের স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড কলকাতায়

0
Dhiraj

মোহনবাগান সুপার জায়ান্টসে সই করলেন ধীরজ সিং। অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপে খেলেছিলেন গোলকিপার ধীরাজ। গত দুই মরশুম ধরে বাগানের তেকাঠি সামলেছেন বিশাল কাইল। কিন্তু তাঁর পরিবর্ত হিসেবে নামী কেউ ছিলেন না। কিন্তু এবার ধীরজকে সই করানো হল। দেশের মাটিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে নজর কেড়েছিলেন ধীরজ। তারপর তিনি আই লিগে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। আইএসএলে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন। গত তিন মরশুম গোয়াতে ছিলেন ধীরজ। খেলেছেন ৫৩টি ম্যাচ। ধীরজ অতীতে মোহনবাগানে খেলেছেন। কিন্তু পর্যাপ্ত সুযোগ না পেয়ে বাগান ছাড়েন। ফের আগামী মরশুমে সবুজ মেরুন জার্সি পড়বেন ধীরজ।

কলকাতায় পা রাখলেন মোহনবাগানের স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড। আসন্ন মরসুমের মোহনবাগানের ছয় বিদেশির মধ্যে টমই প্রথম যিনি পা রাখলেন শহরে। ২৯ জুলাই থেকে অনুশীলন শুরু করবেন মলিনা। তার আগেই সবাই এসে পড়বেন শহরে। সবুজ মেরুনের নতুন ডিফেন্ডারকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় সবুজ মেরুন সমর্থকদের। কলকাতা বিমানবন্দরে ডিফেন্ডারকে ঘিরে ধরেন সমর্থকরা। সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। টম অ্যালড্রেডের সঙ্গে ছিলেন তাঁর পরিবারও।

স্পেনের কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্ব। সফলতম কোচ। স্পেন জাতীয় ফুটবল দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন। মোহনবাগানের প্রধান কোচ হোসে মলিনা তাঁর তিন সহকর্মীকে বেছে নিয়ে শহরে আসছেন ২৮ জুলাই। সহকারী কোচ হিসেবে মলিনা বেছে নিয়েছেন সার্বিয়ান ইগর তাসেভেস্কিকে। যাঁর যুব ফুটবল জীবনের অনেকটা সার্বিয়ায় কাটলেও খেলোয়াড় ও কোচিং জীবনের বেশিরভাগ সময় কেটেছে স্পেনে। লা লিগার নামী ক্লাব ভিয়ারিয়ালের মতো বেশ কয়েকটি দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। উয়েফা প্রো লাইসেন্সধারী ইগর নিজে নামী ডিফেন্ডার ছিলেন। মলিনার সঙ্গে সবুজ-মেরুনের ডিফেন্স সংগঠনে বেশ কাজে লাগবে।

গোলকিপার কোচ হিসেবে এবার বিশাল কাইথ, ধীরজ সিংদের কোচিং করাবেন ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ নিওন। এই গোলকিপিং কোচের খেলোয়াড় ও কোচিং জীবনের বেশিরভাগটাই কেটেছে স্পেনে। ফিটনেস কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে সের্জিও গার্সিয়া টোরিবাওকে। তাঁরও লা লিগার নামী ক্লাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। মলিনা এবং তাঁর সহকারী হিসেবে তিন বিদেশির পাশাপাশি ভারতীয় সহকারী কোচের পদে ফের ফেরানো হচ্ছে বাস্তব রায়কে। তিনি এর আগেও মলিনার সহকারী হিসেবে কাজ করেছেন। ডুরান্ড কাপ থেকেই বাস্তব দলের সঙ্গে কাজ করবেন মলিনার সহকারী হিসেবে। যুব দলের অনুশীলনে যোগ দিয়েছেন বাস্তব রায়। বাস্তব সম্প্রতি এএফসি প্রো লাইসেন্সও পেয়েছেন। বাকি যাঁরা কোচিং টিমের সঙ্গে রয়েছেন তাঁরা সবাই গত মরশুমেও মোহনবাগানে ছিলেন। দলের ডাক্তার হিসেবে থাকবেন নেলসন পিন্টো। দুই ফিজিও হিসেবে থাকবেন অভিনন্দন চট্টোপাধ্যায় ও কৌশিক ভুঁইয়া। ম্যানেজারের দায়িত্ব সামলাবেন অভিষেক ভট্টাচার্য। ২৯ জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবসে সকাল নটায় পুরো দল নিয়ে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করবেন হোসে মলিনা। ফুটবলাররা তাঁর আগেই এসে পড়বেন শহরে। বৃহস্পতিবার সকালেই শহরে এসে গেলেন সবুজ-মেরুনের স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড। মূল অনুশীলন শুরুর আগে যুব দলের অনুশীলনে যোগ দেবেন।

মোহনবাগানের কোচিং টিম-
কোচ-হোসে মলিনা (স্পেন)
সহকারী কোচ (বিদেশি)-ইগর তাসেভেস্কি (সার্বিয়া)
সহকারী কোচ (ভারতীয়)-বাস্তব রায়
গোলকিপার কোচ-ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন (স্পেন)
ফিটনেস কোচ-সের্জিও গার্সিয়া টোরিবাও (স্পেন)
ডাক্তার-নেলসন পিন্টো
ফিজিও-অভিনন্দন চট্টোপাধ্যায় ও কৌশিক ভুঁইয়া
ম্যানেজার-অভিষেক ভট্টাচার্য

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed