October 5, 2024

‘বঞ্চনার বাজেট’ সংসদ তোলপাড় ইন্ডিয়া জোটের,

0

বিহার, অন্ধ্র প্রদেশকে দু’হাত ঢেলে উজাড় করে দিলেও ব্রাত্য বিরোধী দলগুলির শাসিত রাজ্যগুলি। সরকারের দ্বিচারিতা নিয়েই সংসদে সুর ইন্ডিয়া জোটের। বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ এনেই সংসদে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। সাধারণ মানুষের জন্য নয়, সরকার বাঁচাতেই পেশ করা হয়েছে এই বাজেট, দাবি বিরোধীদের।

বাজেট পেশের পরই নয়া দিল্লির ১০ রাজাজি মার্গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে হাজির হয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে শুরু করে কেসি বেণুগোপাল, শরদ পাওয়ার, শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত, অরবিন্দ সাওয়ান্ত, ডিএমকের সাংসদ টিআর বালু ও তিরুচি শিবা, জেজেএম-র সাংসদ মহুয়া মাজি, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির সঞ্জয় সিং ও রাঘব চাড্ডা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইন্ডিয়া জোটের সকল সাংসদরা বাজেটের বিরোধিতা করে বিক্ষোভ দেখাবেন। সকাল সাড়ে ১০টায় তারা সংসদের সিড়িতে বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন।
ধনু : স্বাস্থ্যে উত্থান-পতন নিয়ে আসবে। আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে, আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করলেই সাফল্য। চাকরিতে কর্মরত ব্যক্তিরা খণ্ডকালীন কাজ করার জন্যও সময় বের করতে পারবেন। সন্তানের লেখাপড়ায় কাঙ্খিত ফলাফল পেলে খুশির সীমা থাকবে না যারা বিদেশে ব্যবসা করতে পারেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণা করেছেন সোনা, রূপো ও প্ল্যাটিনামের উপরে আমদানি শুল্কে ছাড়ের কথা। আমদানি শুল্ক কমলে স্বাভাবিকভাবেই কমবে সোনা-রূপোর দাম। একইসঙ্গে দাম কমবে বহুমূল্য প্ল্যাটিনামেরও। আর বাজেটে সোনা-রুপোর দাম কমার ঘোষণার পরই বাজারে কমতে শুরু করেছে সোনা-রুপোর দাম। আমদানি শুল্কে ছাড় পুরোদমে কার্যকর হলে, আগামী ১-২ সপ্তাহে দাম কমতে পারে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৪ হাজার ৯৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৮৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৩১৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৩ হাজার ১৩০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার গাম রয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-
সোনার মতোই রুপোর দামও কমেছে। ১ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৭ টাকা ৯০ পয়সা। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৭৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ দাম রয়েছে ৮৭ হাজার ৯০০ টাকা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed