January 17, 2025

ক্যানসারের সঙ্গে লড়াই অংশুমান গায়কোয়াড়ের, সতীর্থ খেলোয়াড়কে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত কপিলের বার্তা

0
Angsuman Gaikoad

‘হাই অংশু, আমি জানি তুমি একটা কঠিন পর্বের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু তাতে কিছু যায় আসে না, আমরা সকলেই জীবনের কঠিন পর্যায় পার করেছি। আমার সব ভালো দিন মনে আছে। প্রথমবার? যখন আমি খেললাম আপনার নেতৃত্বে, আপনি তখন আমার অধিনায়ক ছিলেন। এবং আমার মনে আছে আমি যখন অধিনায়ক ছিলাম, আপনি জলন্ধরে পাকিস্তানের বিরুদ্ধে দুইশো রান করেছিলেন, তাই ভালো স্মৃতি রয়েছে। খারাপ সময় আসে এবং যায়, কিন্তু আমি জানি আপনি একজন যোদ্ধা। এসো, সুখী হও এবং ঈশ্বর তোমাকে যা দিয়েছে তাই দিয়ে বাঁচার চেষ্টা কর এবং আমি চাই তুমি আরও ভালো থেকে ভালো হতে থাকো এবং সুখী হও।’ অংশুমান গায়কোয়াড়ের বন্ধু কপিল দেব এক বিশেষ ভিডিয়ো বার্তায় নস্টালজিক। দুজনেই একে অপরের অধিনায়ক ছিলেন।

https://twitter.com/vijaylokapally/status/1815690300741853496?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1815690300741853496%7Ctwgr%5Eb0cfce0bf21db9e44eb6cde519406b46d52f4ace%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fcricket%2Fi-know-you-are-a-warrior-kapil-devs-emotional-message-for-cancer-patients-anshuman-gaekwad-31721792329898.html

প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, ‘আমাদের সকলকে একদিন যেতে হবে, কিন্তু মানবতার সবচেয়ে ভালো জিনিস হল আমরা ক্রিকেট মাঠে যেভাবে লড়াই করি আমরা যেভাবে লড়াই করেছি। যা ঘটতে চলেছে হ্যাঁ, আমরা শীঘ্রই দেখা করব। আমাদের আরও একটি ভালো সময় আসছে। আমাদের অনেক কথা বলার আছে, কিন্তু প্রথমত আপনাকে শীঘ্রই সুস্থ হতে হবে। আমরা একসঙ্গে কফি খাব এবং যদি কিছুই না হয় তবে আমরা একসঙ্গে একটু মদ পান করতে পারি। নিজের যত্ন নাও। সমগ্র ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাকে ভালোবাসা। আমরা সকলেই এটা মনে রাখা আপনার জন্য গর্বিত। আমাদের হতাশ করবেন না? নিজের যত্ন নিন।’

প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ও কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এবং লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাক্তন অধিনায়ক কপিল দেব তাঁর সতীর্থ খেলোয়াড়কে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তিনি তৈরি আছেন। সম্প্রতি বিসিসিআই-এর তরফ থেকে অংশুমান গায়কোয়াড়কে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ, অ্যাপেক্স কাউন্সিলকে নির্দেশ দেওয়ার সময়, গায়কোয়াড়কে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছিলেন। অংশুমান গায়কোয়াড়ের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জয় শাহ অংশুমান গায়কোয়াড়ের সুস্থতার খোঁজ নেন। বিসিসিআই সচিব প্রাক্তন ক্রিকেটারের পরিবারকে যে কোনও ধরনের সাহায্য করারও প্রস্তাব দেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এবং সন্দীপ পাটিলের মতো প্রাক্তন ক্রিকেটাররা গায়কোয়াড়কে সাহায্য করার জন্য বিসিসিআইকে আবেদন করেছিলেন। গায়কোয়াড়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের জন্য প্রাক্তন সতীর্থ মহিন্দর অমরনাথ, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, মদন লাল, রবি শাস্ত্রী এবং কীর্তি আজাদের সহযোগী বন্ধু কপিল দেব।

১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল অংশুমানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ হয়েছিল তাঁর। সেই বছরই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দলেও অভিষেক হয় অংশুমান গায়কোয়াড়ের। দেশের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। করেছেন মোট ২২৫৪ রান। টেস্টে দু’টি শতরান রয়েছে। ভারতীয় দলে কোচিংও করিয়েছেন অংশুমান গায়কোয়াড়। ১৯৯৭ সালে প্রথম বার ভারতীয় দলের কোচ হয়েছিলেন তিনি। ২০০০ সাল পর্যন্ত কোচের দায়িত্ব সামলেছেন গায়কোয়াড়। তাঁর কোচিংয়ে ভারত ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয়। ভারতীয় দল শারজায় অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর কোচিংয়ে। তাঁর সময়েই পাকিস্তানের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলায় এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed