অমরাবতীকে ১৫ হাজার কোটি টাকা অনুদান কেন্দ্রের, কলকাতা-অমৃতসর শিল্প করিডর ঘোষণা, মহাকাশ বাণিজ্যে বরাদ্দ ৫ গুণ
সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। লাল ‘খাতা’য় বাঁধানো ট্যাব হাতে। সাদা-রানি শাড়ির সঙ্গে উজ্জ্বল রানি রঙের ব্লাউজ নির্মলার পরনে। দু হাতে সাধারণ দুটি চুড়ি, গলায় হার ও কানে ছোট দুল আর কপালে টিপ। অর্থমন্ত্রীর বাজেট-পোশাক। তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এনডিএ সরকারের প্রথম বাজেট। রাজনীতি আর সংস্কারের মধ্যে ভারসাম্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের রেকর্ড সপ্তমবার বাজেট পেশ। মধ্যবিত্তের জন্য করছাড়ের ঘোষণা। লাগাতার দুর্ঘটনার পরে রেলের নিরাপত্তা। দেশব্যাপী আর্থিক বৈষম্য কমানোর চ্যালেঞ্জ। প্রথমেই কৃষির উল্লেখ অর্থমন্ত্রীর। ১.৫২ লক্ষ কোটি টাকার কৃষি বাজেট।১০৯ টা নতুন প্রজাতির ফসল, ১ কোটি প্রাকৃতিক চাষি সার্টিফিকেট দেওয়া হবে, তৈলবীজ, সূর্যমুখী, সোয়াবিন উৎপাদনে আত্মনির্ভরতা, ৬ কোটি কৃষকের তথ্য কৃষি রেজিস্টারে আনা হবে, জানালেন তিনি। সেই সঙ্গেই পাঁচ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে।
বিষ্ণুপাদ মন্দির, নালন্দা বিশ্ববিদ্যালয়, রাজগির-সহ বিহারের একাধিক এলাকার উন্নয়ন। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বিষ্ণুপাদ মন্দির করিডর। ওড়িশার একাধিক মন্দিরকে পর্যটনস্থল হিসাবে উন্নয়ন। বন্যা নিয়ন্ত্রণে অসম, বিহার এবং হিমাচল প্রদেশের জন্য আলাদা বরাদ্দ। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কোনও ঘোষণা নেই। পরমাণু শক্তি উৎপাদন এবং গবেষণা, তাপবিদ্যুৎ উৎপাদনে বরাদ্দ। আলাদা করে বরাদ্দ ঘোষণা গ্রামোন্নয়নে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বিশেষ ক্রেডিট গ্যারান্টি প্রকল্প। শহরের দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য আবাসে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ। মুদ্রা লোনের অঙ্ক ১০ লক্ষ থেকে বেড়ে হল ২০ লক্ষ। ফুটপাথে হকারদের জন্যও অর্থমন্ত্রীর বিশেষ ঘোষণা। ১ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছনোর ঘোষণা। সোলার প্যানেলের ফলে প্রতিমাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ মিলবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা। বাংলার জন্য আলাদা করে আবাস নিয়ে কোনও ঘোষণা নেই। তবে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র।
ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উন্নতিতে বিশেষ নজর। কলকাতা-অমৃতসর শিল্প করিডরের ঘোষণা অর্থমন্ত্রীর। শরিক টিডিপির চাপের মুখে অন্ধ্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের। ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হল অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতী নির্মাণের জন্য। একগুচ্ছ আর্থিক সুবিধা বিহারকেও। নানা সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র। মহিলাদের ক্ষমতায়নের জন্য খোলা হবে বিশেষ হস্টেল, মায়েদের সুবিধার জন্য রাখা হবে ক্রেশের ব্যবস্থাও। বেকারত্ব দূরীকরণে তিনটি প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। ইপিএফওতে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে এক মাসের বেতন এবং পিএফের টাকা দেবে কেন্দ্র। ইন্টার্নশিপ স্কিম চালু করবে কেন্দ্র। মাসে ৫ হাজার টাকা দেওয়া ঘোষণায় উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী।