October 7, 2024

শেফালির ঝোড়ো ইনিংসে দুরমুশ নেপালিরা, ৮২ রানে জয়ী হয়ে এশিয়া কাপের সেমিতে ভারতের মেয়েরা

0

ভারত: ১৭৮/৩ (শেফালি ৮১, হেমলতা ৪৭, দীপ্তি ১৩/৩)
নেপাল: ১২৩/৭ (সীতা মাগার ১৮, বিন্দু রাওয়াল ১৭, সীতা ২৫/২)
৮২ রানে জয়ী ভারতের মেয়েরা।

শ্রীলঙ্কার রণগিরি দাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিপক্ষকে নেপালকে দুরমুশ করে এশিয়া কাপের সেমিতে উঠল ভারতের মেয়েরা। শেফালির ঝোড়ো ইনিংসের উপর ভর করে নেপালকে এদিন ১৭৯ রানের টার্গেট দেয় ভারত। জবাবে নেপাল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান তোলে। ৮২ রানে জয়ী ভারত।
টসে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেন করতে নেমে শুরু থেকেই নেপালের বোলিং লাইন আপকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলেন শেফালি বর্মা ও হেমলথা। হাফসেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ১৩ ওভারের শেষ বলে ৪২ বলে ৪৭ রান করে আউট হন হেমলতা। তবে আক্রমণের ঝাঁঝ কমাননি শেফালি। ৪৮ বল খেলে ১২ টি চার ও ১টি ছয়ের দৌলতে ৮১ রান করেন শেফালি। ১৫.৩ ওভারে আউট হওয়ার পর বাকি দায়িত্ব সামলান রডরিগেজ (২৮ নটআউট)। মোট ৩ উইকেটের পতনে নেপালের সামনে ১৭৮ রানের পাহাড় খাঁড়া করে ভারত।

১৭৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নাজেহাল নেপাল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে প্রতিপক্ষের প্রথম উইকেট ভেঙে দেন অরুন্ধতী। পঞ্চম ওভারে বল করতে এসে আরও একটি উইকেট তুলে নেন। ১১ জন ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান করেছেন সীতা মাগার, রান সংখ্যা ১৮। ভারতের হয়ে এদিন ৩টি উইকেট নেন দীপ্তি। দুটি করে উইকেট নেন অরুন্ধতি ও রাধা। একটি উইকেট রেনুকা সিং নেন। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে বাংলাদেশ অথবা থাইল্যান্ডের মেয়েরা। গ্রুপ ডির দিকে নজর থাকবে হরমনপ্রীতদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed