অলিম্পিক্স নিয়ে কপালে ভাঁজ? প্যারিসে গেমস ভিলেজে কোভিড হানা
২৬ জুলাই থেকে শুরু প্যারিস অলিম্পিক। বড় সমস্যা অলিম্পিকের গেমস ভিলেজে। কোভিড আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের এক খেলোয়াড়। অজিদের অলিম্পিক চিফ অ্যানা মেয়ার্স এই তথ্য জানিয়েছেন। কোভিড আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ্যে আনা হয়নি। ২০২০ সালের টোকিও অলিম্পিক করোনার কারণে এক বছর পিছিয়ে অলিম্পিক্স।
প্যারিস অলিম্পিকের আগে করোনা আক্রান্তের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে গেমস ভিলেজে। খেলোয়াড়কে ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে। দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেননি। জানা গিয়েছে, সোমবার রাতেই করোনা ধরা পড়েছে ওই খেলোয়াড়ের। মেয়ার্স জানিয়েছেন, যে কোনো সাধারণ রোগের মতই কোভিডের চিকিৎসা করা হচ্ছে। এটা টোকিও নয়। আতঙ্কের কিছু নেই। কোভিড আক্রান্ত ক্রীড়াবিদ বিশেষভাবে অসুস্থ নন, বিশ্রামে রয়েছেন। সতীর্থদের প্রত্যেককে মাস্ক পরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে বলা হয়েছে।