October 11, 2024

বার বার উত্তপ্ত উপত্যকা‌, সেনাপ্রধানের সফরের পরই ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনার

0

ফের রক্তাক্ত উপত্যকা। সোমবার রাজৌরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। মঙ্গলবার ব্যাটল সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু নিরাপত্তারক্ষী বাহিনীর। গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। ব্যাটল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে ভোর রাত থেকে অভিযান চালায় ভারতীয় সেনা। পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করলেই জওয়ানরা নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জঙ্গিদের ছোড়া গুলি লাগে এক জওয়ানের গায়ে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছে বলে সেনা সূত্রে খবর। গত শনিবারই কাশ্মীর গিয়েছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সন্ত্রাসদমন নিয়ে তিনি আলোচনা সারেন জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও অন্যান্য আধিকারিকের সঙ্গে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed