রেকর্ড ভাঙতে চলেছেন নির্মলা? মঙ্গলবার বাজেটে টানা সাতবার বাজেট পেশ

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার বাজেট পেশ করেছিলেন। সপ্তমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। রেকর্ড এবার ভাঙবেন নির্মলা। সংসদে বাদল অধিবেশন শুরু সোমবার। ২৩ জুলাই, মঙ্গলবার কেন্দ্রের তৃতীয় মেয়াদের নরেন্দ্র মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা।
স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী মোরারজি দেশাই ১৯৬৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা ৬ বার সংসদে বাজেট পেশ করেছিলেন। লোকসভা ভোটের আগে ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন নির্মলা। এবার তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট পেশ করবেন। অধিবেশন ১২ আগস্ট পর্যন্ত চলবে। বেশ কয়েকটি বিল এই অধিবেশনে পাশ করাবে মোদি সরকার। রাজনৈতিক মহল ও অর্থনীতিবিদদের ধারনা বাজেটে সম্ভাব্য চমক নিয়ে জল্পনা। বাজেটে মোদি সরকার জনমোহিনী পথ অবলম্বন করতে পারে। বাজেট অধিবেশন চলাকালীন সরকারকে চাপে ফেলতে প্রস্তুতি বিরোধীদের। লোকসভার ডেপুটি স্পিকার হিসাবে ইন্ডিয়া জোটের কাউকে নিয়োগের উপর জোর দিচ্ছে।